![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS24052022-683x1024.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/arati-eletronics-add-001.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ শ্রীলঙ্কা তীব্র অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে চলেছে। এই দ্বীপরাষ্ট্রে সঙ্কট এমনই পর্যায়ে পৌঁছেছে সে দেশের রাজকোষ প্রায় শূন্য। শ্রীলঙ্কায় জ্বালানি তেল আর এক ফোঁটাও অবশিষ্ট নেই। তাই নিরুপায় পদক্ষেপ করতে হয়েছে সে দেশের সরকারকে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/IMG-20220610-WA0001-scaled.jpg)
বিদেশ থেকে জ্বালানি তেল আমদানির জন্য আপ্রাণ চেষ্টা করছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে ব্রিটেনের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা। তার পর থেকে আজ পর্যন্ত এত মারাত্মক অর্থ সঙ্কটের মধ্যে কখনও পড়তে হয়নি এই দেশকে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-08.jpg)
জ্বালানি তেল ফুরিয়ে আসায় শ্রীলঙ্কা সরকার দেশের সরকারি কর্মচারীদের সকলের জন্য ওয়ার্ক ফ্রম হোমের কথা ঘোষণা করে দিয়েছে। আগামী ২ সপ্তাহ বাড়ি থেকেই কাজ করবেন তাঁরা। বাড়ি বসে কাজ করলে গাড়ির তেল পুড়বে না। জ্বালানি বাঁচাতে এছাড়া আর কোনও উপায় পায়নি শ্রীলঙ্কা সরকার।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-09.jpg)
কোভিড অতিমহামারী এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের গাফিলতির কারণেই আজ এই দিন দেখতে হচ্ছে সে দেশের ২২ মিলিয়ন জনতাকে। সরকারি কর্মচারীরা বাড়ি থেকে কাজ করবেন ঠিকই, তবে শ্রীলঙ্কা সরকার তাদের নির্দেশিকায় জানিয়েছে জরুরি বিভাগে কর্মরতরা নির্দিষ্ট অফিসে গিয়েই পরিষেবা দেবেন। যাঁদের কাজ বাড়ি থেকে করা সম্ভব, কেবল তাঁরাই ওয়ার্ক ফ্রম হোমে থাকবেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-10.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/niva-add-new-1024x683.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-04.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-06.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-12.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2022/06/DS-AD-11.jpg)