Sri Krishna Janmashtami2024: রাতের সন্ধিক্ষণে মহাভিষেক , জন্মাষ্টমীতে সেজে উঠেছে মায়াপুরের ইসকন মন্দির: দেখুন ভিডিও

0
99
  • অর্পিতা বনিক, দেশের সময়

আজ জন্মাষ্টমী। সারা দেশেই পুজোর মাধ্যমে পালিত হচ্ছে ভগবান কৃষ্ণের জন্মদিন। একই ছবি ইসকনেও। ইসকনের প্রধান কেন্দ্র নদিয়ার নবদ্বীপের মায়াপুর।
অধিবাসের মধ্যে দিয়ে মায়াপুরে সাড়ম্বরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। দেখুন ভিডিও

সোমবার সকাল থেকেই সাজ সাজ রব মায়াপুরের ইসকন মন্দিরে। অসংখ্য দেশি-বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে ইসকন মায়াপুর।
সোমবার ভোট সাড়ে চারটে থেকে মঙ্গলারতির মাধ্যমে মায়াপুরে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব।

হরিনাম সংকীর্তন হচ্ছে, বিশ্বশান্তি যজ্ঞ, শ্রীকৃষ্ণের নামকরণ, দামোদর অষ্টকম পাঠ হয়েছে। আরও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার রাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে হবে মহাভিষেক অনুষ্ঠান। ইসকনের সমস্ত ভক্তরা উপবাসে রয়েছেন। হরিনাম সংকীর্তনের মাধ্যমে সারাদিন কৃষ্ণভজনায় মেতে থাকবেন ভক্তরা।

মায়াপুর ইসকনের জন্মাষ্টমী উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ইসকনে।
অর্পিতা বনিক দেশের সময়

Previous articleRG Kar Hospital Incident আরজি করে সেই সেমিনার হলে দেখা যাচ্ছে ‘সন্দীপ-ঘনিষ্ঠ’দের, বাড়ছে সন্দেহ, ভিডিয়ো প্রকাশ্যে!
Next articleKolkata Police নবান্ন অভিযানে অশান্তি রুখতে বজ্র আঁটুনি, মোতায়েন থাকবে ৬০০০ পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here