Srabani Sen বনগাঁয় জৈষ্ঠ-সন্ধ্যা মূর্ত হয়ে উঠল শ্রাবণীর অনন্য কণ্ঠে: দেখুন ভিডিও

0
88
অর্পিতা বনিক দেশের সময়

শুক্রবার, ১৪জুন বনগাঁর নীল দর্পণ মঞ্চে হয়ে গেল শ্রুতিনীড় -এর ব্যবস্থাপনায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান । শিল্পী শ্রাবণী সেনের একক পরিবেশনার সঙ্গে যোগ্য সঙ্গত ছিল পিয়ানো ও  সমীর চক্রবর্তীর কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পরিবেশনা। দর্শকদের ভিন্ন স্বাদের এই অনুষ্ঠানের সাক্ষী হওয়ার সুযোগ করে দিলেন ‘ শ্রুতি নীড়ে’-র কর্ণধার সমীর চক্রবর্তী। তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ দিয়ে বৃক্ষ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রাককথনের দায়িত্বে ছিলেন প্রিয়া চক্রবর্তী। দেড় ঘণ্টার অনুষ্ঠানে নিজস্ব ঘরানা ও গায়কীতে একের পর এক রবীন্দ্রগানে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করলেন শ্রাবণী। জৈষ্ঠ-সন্ধ্যা মূর্ত ও রাবীন্দ্রিক হয়ে উঠল শ্রাবণীর অনন্য কণ্ঠে। দেখুন ভিডিও

রবি-কবিতার পরিবেশনায় বাচিক শিল্পী সমীর চক্রবর্তী অনবদ্য ও উজ্জ্বল।

Previous articleSheikh Hasina ফের দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা
Next articleWe‌ather Update:  কলকাতায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here