রবিবার সকালে ঘটে গেল আরও এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় ঘটে এই দুর্ঘটনা। বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জেজু এয়ারলাইন্সের ৭সি২২১৬ ফ্লাইটটি থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে ফিরছিল। অবতরণের মুহূর্তে রানওয়ে থেকে সরে গিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটে।
রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাঁচিলে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানটিতে। তাতে মোট ১৮১ জন ছিলেন, যার মধ্যে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য। হতাহতের সংখ্যা এখনও আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত অন্তত ১৭৯ জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার সময়ের ভয়ঙ্কর ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে সবাই আতঙ্কিত। ঘটনাস্থলে তৎকালীন উদ্ধার কাজ চলছে এবং বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি রানওয়েতে চলতে চলতে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সরে যায় এবং বিমানবন্দর এলাকায় থাকা একটি পাঁচিলে ধাক্কা মারে।
তারপরই মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় বিমানটিতে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী। দক্ষিণ কোরিয়ার পরিবহণ মন্ত্রক জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে।
(ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দেশের সময় অনলাইন।)
https://x.com/RT_com/status/1873175445795160552?t=4RLCkWfU7t0aFuTj5BN1lw&s=19
গত সপ্তাহে কাজাখস্তানে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে, যেখানে ৬৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন আজারবাইজান, ১৬ জন রাশিয়া, ৬ জন কাজাখস্তান এবং ৩ জন অন্যান্য দেশের নাগরিক ছিলেন। দুর্ঘটনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার পরেই আবার দক্ষিণ কোরিয়ায় ঘটল আরেকটি মারাত্মক বিমান দুর্ঘটনা।