দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী শনিবার ৮ জুলাই ৫১তম জন্মদিন কলকাতাতেই কাটাবেন মহারাজ। বৃহস্পতিবার রাতের দিকে তিনি একটি টুইট করেছেন এই বলে যে, ‘৮ জুলাই আমার জন্মদিনে বিশেষ একটি ঘোষণা করতে চলেছি। পাশে থাকুন। বুঝতে কারো অসুবিধা হচ্ছে না, যে ফের সকলকে’রহস্যে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এই টুইট ঘিরে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। কারণ সৌরভের সঙ্গে রাজনীতির যোগ রয়েছে, এই নিয়ে বহুদিন ধরে কথা চলছে। তিনি ধরি মাছ না ছুঁই পানির মতো স্টান্স নিয়ে চলেছেন। সম্প্রতি তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎও সেরে এসেছেন। সেই বৈঠক নিয়ে প্রকাশ্যে তিনি মুখ খোলেননি।
মনে করা হচ্ছে, সৌরভ হয়তো কলকাতার শেরিফ হতে পারেন। মহারাজের মুকুটে নানা মুকুট রয়েছে, কিন্তু তিনি শেরিফ হননি। তাই আগে থেকেই রাজ্যপালের সঙ্গে দেখা করে ওই বিষয়টি পাকা করেছেন, সেটাই খবর।
পাশাপাশি তিনি কি রাজনীতিতে নামবেন? এই নিয়ে ঘোর সংশয় রয়েছে। পাশাপাশি এটিও ঠিক, আগামী দিনে আইসিসি সভাপতি হতে গেলে কেন্দ্রে বিজেপি সরকারের দাক্ষিণ্য প্রয়োজন হতে পারে। সেই কারণে তিনি বিজেপি-র হয়ে প্রচারে নামার কৌশল নিতে পারেন। তবে রাজনীতি যে তাঁর চেনা জায়গা নয়, বারবার তিনি এটি বলেছেন।
এর আগে সৌরভ একইভাবে এমনই টুইট করে জল্পনা বাড়িয়েছিলেন। পরে দেখা যায়, তিনি একটি বহুজাতিক সংস্থার বিপননী দূত হিসেবে হাজির হয়েছেন। এবারও কি এমনটা হবে? বারবার বলা হয়, সৌরভের চিত্রনাট্য স্বয়ং ঈশ্বরই লেখেন, না হলে তিনি নানা ভূমিকায় এসে বারবার সফল হন কী করে! তাই এবারও মহারাজ কী করেন, সেই নিয়ে রহস্য থাকছেই।
https://twitter.com/SGanguly99/status/1676979180641320961?t=rhERCugp_9NK8QJ0RnbLCw&s=19