বনগাঁ:ক্লাসের মধ্যে স্মার্ট বোর্ড সঙ্গে উন্নত সাউন্ড সিস্টেম। তার মাধ্যমেই পড়ানোর ব্যবস্থা। তাতেই বুঁদ বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা।
কোনও বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলের ছবি এটা নয়। এই ছবি বনগাঁ পুরসভা এলাকায় কুমোদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
https://youtu.be/fLisTIKC_2I?si=EfF5eTybxvn2Mz2B
ডিপিএসসির অর্থ সাহায্যে মঙ্গলবার এমনই একটি আস্ত ‘স্মার্ট ক্লাসরুম’ উপহার পেয়েছে পড়ুয়ারা।
স্মার্ট ক্লাস রুম উদ্বোধন উপলক্ষ্যে এদিন স্কুলের ছাত্রীদের কবিতা, গান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন ছিল চোখে পড়ার মতো ।
এই ‘ডিজিটাল লার্নিং’ ব্যবস্থার উদ্বোধন করতে স্কুলে এসেছিলেন উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার। উপস্থিত ছিলেন তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস । পুরপ্রধান গোপাল শেঠ এবং কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া সহ বনগাঁ কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঈন্দ্রানী উকিল।কুমোদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা মলিনা সিকদার বলেন, ছাত্রীদের মোধ্যে এর দারুণ প্রভাব পড়বে,কার্টুন দেখার মতো করে মজা করে পড়াশোনা করতে পারবে এই আধুনিক পদ্ধতিতে ।