বনগাঁ ইছামতির শহর ,সংস্কৃতির শহর। এই শহরের আনাচে কানাচে লুকিয়ে আছে অসংখ্য সংগীত শিল্পী ।
আমলাপাড়ার বাসিন্দা প্রয়াত সন্তোস ব্যানার্জীর বাড়ীতে আসতেন সংগীত শিল্পী প্রয়াত রামকুমার চট্টোপাধ্যায়, দেবকী দুলাল মুখার্জী, শম্ভূ মুখোপাধ্যায়। গানের জলসা বসত ব্যানার্জী বাড়িতে ।
সেই জলসায় গান শুনতে চুপ করে বসে থাকতেন এই বাড়ির ছেলে অমিতেষ। জলসা শেষে সবাই চলে গেলে বাবার (প্রয়াত সন্তোস ব্যানার্জীর) হারমোনিয়াম নিয়ে গান গাইতে বসে যেতেন তিনি।সেই সময় থেকেই গানকে সঙ্গী করে আজও মঞ্চ মাতাচ্ছেন কিশোর কুমারের গান গেয়ে।
আমিতেষ ব্যানার্জীর একান্ত সাক্ষাৎকার দেখুন ভিডিও