Singer:মাটি নিয়ে খেলতে খেলতেই সুরের ‘পালিশ’, বড় হয়ে অরজিৎ সিং-এর মতো গায়ক হতে চান গোবরডাঙার খাঁটুরা বয়েজ স্কুলের পঞ্চম শ্রেণীর এই ছাত্র : দেখুন ভিডিও

0
305
অর্পিতা বনিক , দেশের সময়

মাটির কাজের মধ্যে বিভোর থেকেই নিজের মনে গলা ছেড়ে গান গেয়ে চলেছেন উত্তর২৪পরগনার গোবরডাঙার সরকার পাড়ার বাসিন্দা খাঁটুরা বয়েজ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র অভিক দত্ত ৷ পরিবারের আর্থিক পরিস্থিতি ভাল না, তবু অভিকের গানের প্রতি টান দেখে একটি হারমোনিয়াম কিনে দিয়েছে অভিকের বাবা , গানের তালিম দিচ্ছেন অভিকের মা ৷ অভিকের কথায় তাঁর বাবার তেমন রোজগার নেই তাই সে গোবরডাঙার 3S স্টুডিওতে ভাষ্কর্য শিল্পী সৌমেন কর-এর কাছে হাতের কাজ শিখে আগামী দিনে পরিবারের পাশে দাঁড়াতে চায়৷

অভিক আরও জানান, সৌমেন স্যার সম্পূর্ণ বিনামুল্যে তাকে হাতের কাজ শেখাচ্ছেন৷ তাই মাটির কাজের মধ্যেই গান নিয়ে এগিয়ে যেতে চায় সে। তার স্বপ্ন বড় হয়ে আরিজিৎ সিং-এর মতো গায়ক হবে ৷ দেখুন ভিডিও

ভাষ্কর্য শিল্পী সৌমেন কর বলেন, অভিকের গান শুনে মনে হয় ও প্রকৃতই মাটির মানুষ ৷ তাই আমার স্টুডিওতে ‘ মাটি নিয়ে খেলা’ কর্মশালাতে ওকে রেখেছি এবং যাতে ও একদিন বড় শিল্পী হয়ে উঠতে পারে তার জন্য আমি অভিকের পাশে আছি ৷

Previous articleArt Exhibition at Bongaon: শীতের বিকালে “চারুকলা” উৎসবে সামিল বনগাঁবাসী
Next articleWeather Update: ভরা পৌষে শীত উধাও! কী বলছে হাওয়া অফিস ? দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here