Sikkim:আবহাওয়ার উন্নতি হতেই সিকিমে জোরকদমে শুরু হয়ে গেল পর্যটকদের উদ্ধারকাজ: দেখুন ভিডিও

0
635

কুশল দাশগুপ্ত, দেশের সময়: উত্তর সিকিমে হড়পা বান ও ধসের পরে গত কয়েক দিনে দেহ উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি। অধিকাংশেরই খোঁজ মেলেনি এখনও। রাজ্য প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত বাড়িয়েছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

সোমবার আবহাওয়ার উন্নতি হতেই সিকিমে জোরকদমে শুরু হয়ে গেল পর্যটকদের উদ্ধারকাজ, সেনাবাহিনীর কপ্টারে করে উত্তর সিকিমের লাচেন ও লাচুং থেকে ট্যুরিস্টদের উদ্ধার করা হচ্ছে ৷ দেখুন ভিডিও

এদিন সকালে সিকিমের লাচেনে আটকে থাকা পর্যটক দের উদ্বার করল সেনাবাহিনীর জওয়ানেরা সেনাবাহিনীর তিনটি হেলিকপ্টার সিকিমে আটকে থাকা পর্যটক দের উদ্বার করে নিরাপদ আশ্রয়ে পৌছে দেয়।

উল্লেখযোগ্য সিকিমে বিপর্যয়ের পরে আজকেই প্রথম সেনাবাহিনীর হেলিকপ্টার আটকে থাকা পর্যটক দের উদ্বার করতে শুরু করল। প্রায় তিনশো পর্যটককে তারা উদ্বার করে আজ সোমবার সকালেই। পর্যটকদের মধ্যে কয়েকজন বিদেশী পর্যটক রয়েছেন

প্রশাসন সূত্রের খবর, সকাল সাড়ে আটটা থেকেই সেনাবাহিনীর হেলিকপ্টার আটকে থাকা পর্যটকদের উদ্বার করা শুরু করে। অনেক পর্যটকই এর মধ্যে ঠান্ডার কারনে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের হেলিকপ্টারের মধ্যেই চিকিৎসা শুরু করেন সেনাবাহিনীর চিকিৎসকেরা। ঠান্ডা থাকায় হেলিকপ্টারের মধ্যেই রাখা ছিল কম্বল।

জানা গেছে যদি আবহাওয়া ভালো থাকে তবে আজকে দুপুরেও পর্যটকদের উদ্বার করবে সেনাবাহিনীর জওয়ানেরা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল মঙ্গলবার এবং বুধবারও হেলিকপ্টারে করেই উদ্বার করা হবে আটকে থাকা পর্যটকদের। এদের মধ্যে যাদের শারীরিক অবস্থা ভালো নয় এবং যারা বয়ষ্ক তাদেরই প্রথম উদ্বার করা হবে । হেলিকপ্টারের মধ্যে আছে অত্যাধুনিক সরঞ্জাম যাতে সমস্যা তৈরী হলে তার সমাধান করা যায়। তবে আবহাওয়া ভালো হয়ে গেলে অন্য ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধানেরা।

Previous articleShah Rukh Khan: শাহরুখকে খুনের হুমকি,ওয়াই প্লাস নিরাপত্তা দিল মহারাষ্ট্র সরকার
Next articleStrolling in the Lanes of Park Street

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here