প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ব্যক্তির পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় রক্তের ছাপ রয়েছে। অদূরেই পুলিশ কিয়স্ক। তার সামনেই এভাবে দেহ পড়ে থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দেশের সময়,কলকাতা: সাতসকালেই বীভৎস দৃশ্য দেখতে হল উত্তর কলকাতাবসীকে। শ্যামবাজারে এভি স্কুলের সামনের পুলিশ কিয়স্কের পাশে পড়েছিল রক্তাক্ত দেহ। মাথার পিছনে জমাট বাঁধা রক্ত। এমন দৃশ্য দেখেই আতঙ্কিত হন এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, ওই ব্যক্তি এলাকায় রাঁধুনির কাজ করতেন। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
শ্যামবাজারের এভি স্কুলের সামনেই একটি পুলিশ কিয়স্ক রয়েছে। সেখানে সকালে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ উপুড় হয়ে একটি দেহ পড়ে থাকতে দেখেন। তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। দ্রুত দেহটি উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মুখ চেনেন অনেকেই, তবে নাম বলতে পারেননি। এলাকাবাসীরা জানিয়েছে, শ্যামবাজারেই বিভিন্ন ছোটখাটো হোটেল, খাবার দোকানে রাঁধুনির কাজ করতেন তিনি। বছর পঁয়তাল্লিশ বয়স। তাঁর মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ণ রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, মাথার পেছনে আঘাতের কারণেই মৃত্যু হয়েছে তাঁর। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ।
দেহটি পুলিশ কিয়স্কের সামনে পড়ে থাকায় সন্দেহ আরও বেড়েছে। পুলিশ কিয়স্কের সামনেই কীভাবে এমন ঘটনা ঘটল সে নিয়ে প্রশ্ন উঠছে। ওই ব্যক্তিকে সেখানেই খুন করা হয়েছে নাকি অন্য কোনও জায়গায় খুন করে দেহ পুলিশ কিয়স্কের সামনে ফেলে দেওয়া হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসারেরা ৷