Shreya Ghoshalআরজি করের প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল

0
180

দেশের সময ওয়েবডেস্ক :আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কনসার্ট হওয়ার কথা ছিল তা এখনই হবে না বলে জানিয়ে দিলেন বাঙালি সঙ্গীতশিল্পী।

শনিবার সকালে শ্রেয়া বিবৃতি দিয়ে জানিয়েছেন আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে প্রতিবাদ মিছিল চলছে তাকে সমর্থন করতে চান। পাশাপাশি জানিয়েছেন এই বীভৎস ঘটনায় শিউরে উঠেছেন তিনি। এদিন বিবৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া জানিয়েছেন, ‘‘কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। একজন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে, নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল।’’ 

তাঁর কথায়, ‘আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। কনসার্টটি হবে অক্টোবরে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো অপরিহার্য। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’’

এর আগে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পর নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সামিল হয়েছিলেন অরিজিৎ সিং। গোটা অগস্ট মাসের সব কনসার্ট বাতিল করে দেন বাঙালি গায়ক। 

অরিজিতের গানের নাম ‘আর কবে’।সেই গান নানা মহলে প্রশংসিতও হয়েছে।গানের মাধ্যমেই আরজি করের ঘটনার বিচার চেয়েছেন অরিজিৎ। কুণাল শুক্রবার অরিজিতের অবস্থানের সমালোচনা করেছিলেন। কেন শুধু বাংলার ঘটনাতেই গান লিখে প্রতিবাদ জানাচ্ছেন অরিজিৎ, দেশের অন্যান্য প্রান্তের অনুরূপ ঘটনায় কেন একই ধরনের প্রতিবাদ তিনি জানাননি, সেই প্রশ্ন তুলেছিলেন। শনিবার আরজি কর-কাণ্ডে শ্রেয়ার বিবৃতির পর তাঁর অবস্থানকে সাধুবাদ জানালেন কুণাল।

কুণালের বক্তব্য, ধর্ষণ যে একটি সামাজিক সমস্যা, শুধু বাংলার সমস্যা নয়, তা মেনেছেন শ্রেয়া। সেই কারণেই তাঁর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূল নেতা। শ্রেয়ার বিবৃতির প্রেক্ষিতে কুণাল বলেছেন, ‘‘শ্রেয়া ঘোষালের অবস্থানকে সাধুবাদ জানাই। আরজি কর নিয়ে আমাদের সকলের মতো তিনিও উদ্বিগ্ন। অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন। পাশাপাশি সারা দেশ এবং বিশ্বের মহিলাদের সুরক্ষার কথা বলেছেন তিনি। কারণ, এই ধর্ষণ-খুনের সামাজিক সমস্যা, অপরাধটা নিয়ে সর্বত্রই প্রতিবাদ দরকার। এটা শুধু বাংলার সমস্যা নয়।’’

অরিজিতের গান প্রসঙ্গে শুক্রবার কুণাল বলেছিলেন, ‘‘অরিজিৎ ভাল গায়ক। ভাল ছেলে। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে ‘আর কবে’ গানটিও দারুণ। সমর্থন করি। কিন্তু সাক্ষী মালিক ইস্যু থেকে সে দিনের বদলাপুর, তার বিচার চেয়ে হিন্দিতে ‘অউর কব’ গাইলেন না কেন? বিবেক শুধু বাংলায়? মুম্বই কর্মজগৎ, হিন্দির বাজার, কেরিয়ার, তাই ও সব ঘটনায় চুপ?’’ এ প্রসঙ্গে আগে অরিজিৎ বলেছিলেন, ‘‘অন্যায়, অপরাধ প্রত্যেক স্তরে। সেই অন্যায়ের প্রতিবাদ জানানোর মুখ হয়ে উঠেছেন আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতা তরুণী চিকিৎসক। বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাওয়ার এটাই উপযুক্ত সময়।’’ তবে অরিজিতের অবস্থান নিয়ে আপত্তি জানালেও শ্রেয়ার অবস্থানকে সমর্থন করলেন কুণাল।

Previous articleOpinion শক্তির আড়ালে জঞ্জাল সাফাই চাই
Next articleAdhir Ranjan Chowdhury:আর জি কর মেডিক্যালে গিয়ে পুলিশের কড়া সমালোচনায় অধীর চৌধুরীর: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here