দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী সোমবার বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
বঙ্গবন্ধু-কন্যাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হবে। পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধেয় প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা ৫ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন।
সফরে তিনি কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও প্রধানমন্ত্রীর ভারত সফরে তাঁর সঙ্গে থাকবেন।
সূত্রের খবর, শেখ হাসিনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে। দিল্লিতে বিদেশমন্ত্রী এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) আয়োজিত বেশ কয়েকটি বাণিজ্যিক অনুষ্ঠানে তাঁর যোগদানের কথা রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীকালে তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহিদ ও গুরুতর আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর ২০০ জন সদস্যের বংশধরদের জন্য বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ মুজিব বৃত্তি প্রদান করবেন বলে জানা গেছে।
আগামী ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে যাবেন শেখ হাসিনা। প্রসঙ্গত, তিনি সর্বশেষ ভারত সফর করেন ২০১৯ সালের অক্টোবরে। মনে করা হচ্ছে, এই সফর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই তাৎপর্যপূর্ণ কারণ এটি দুই বন্ধু দেশের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।