তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে৷
প্রতিবেশী দু’দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী নিজেই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। সূত্রের খবর, বুধবারই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী নিজেই৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী এনডিএ’র বিজয়ে প্রশংসা করে বলেন, “তাঁর ( নরেন্দ্র মোদী) বলিষ্ঠ নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।” তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সু-প্রতিবেশী সুলভ সম্পর্কের কথা উল্লেখ করেন৷ শেখ হাসিনা তাঁর আমন্ত্রণ গ্রহণ করেন৷ কাল শনিবার দিল্লির উদ্দেশে রওনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকেও ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। খবরের সত্যতা স্বীকার করে নিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সচিবালয়ের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদী নিজে ফোন করে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য রনিল বিক্রমাসিংহেকে আমন্ত্রণ জানিয়েছেন।
টানা তৃতীয় মেয়াদে আগামী ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তথ্যমতে, তিনিই হবেন ভারত সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি টানা তৃতীয় বার এ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন। এর আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু টানা তৃতীয় বার প্রধানমন্ত্রী হয়েছিলেন।