Security: মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘রাতের সাথী’, নয়া অ্যাপ আনল নবান্ন

0
172
হীয়া রায়, দেশের সময়

কলকাতা : আরজি কাণ্ড নিয়ে ক্ষোভ বাড়ছে, তার সঙ্গে বাড়ছে রাজ্য সরকারের ওপর চাপ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি পর্যন্ত উঠে গেছে। এই অবস্থায় শনিবার নবান্নে নারী নিরাপত্তার বিষয়ে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাদের বিশেষ করে যারা নাইট ডিউটি করেন তাঁদের নিরাপত্তায় আরও জোর দিচ্ছে নবান্ন। ইতিমধ্যে বিশেষ মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দেখুন ভিডিও

হাসপাতালে নাইট শিফটে কর্মরত মহিলাদের নিরাপত্তায় জোর দিতে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তা যত দ্রুত সম্ভব বলবৎ করা হবে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এক ঝলকে দেখে নেওয়া যাক।

*’রাতের সাথী’ নামের বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হবে।

*সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং হস্টেলে মহিলাদের জন্য আলাদা রেস্টরুম এবং বাথরুম থাকবে।

*সিসিটিভি দিয়ে সুরক্ষিত বেশ কিছু ‘সেফ জোন’ তৈরি করা হবে।

*রাতে মহিলাদের নিরাপত্তার জন্য ‘রাতের সাথী’ অর্থাৎ মহিলা ভলেন্টিয়াররা মোতায়েন থাকবেন।

*’রাতের সাথী’ অ্যাপে থাকবে অ্যালার্মের সুবিধা। সকল মহিলাদের এই অ্যাপ ফোনে ডাউনলোড করার পরামর্শ।

*মহিলাদের ক্ষেত্রে নাইট শিফট যাতে কম দেওয়া হয় সেই চেষ্টা করবে রাজ্য। সম্ভব হলে নাইট ডিউটি দেওয়াই হবে না।

*টানা ডিউটি করতে হলে সেটা যাতে ১২ ঘণ্টার বেশি না হয়ে যায় সেই দিকেও নজর দেওয়া হবে।

*নাইট শিফটে মহিলাদের একা নয়, টিম হিসেবে ডিউটি দেওয়ার নির্দেশ সরকারের।

*হাসপাতালগুলির বাইরে নিরাপত্তাকর্মী বেশি এবং ব্রেথলাইজার টেস্টের ব্যবস্থা।

*হাসপাতাল সহ সব প্রতিষ্ঠানেই মহিলাদের ওপর যৌন হেনস্থা রুখতে তৈরি হবে বিশেষ কমিটি।

*হাসপাতালে পুলিশের নাইট পেট্রোলিং।

Previous articleIndia Book of Records ৯২টি রেলের টিকিটের উপরে লতা মঙ্গেশকরের ছবি এঁকে  ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বনগাঁর শান্তনু: দেখুন ভিডিও
Next articleRG Kar Hospital Incident তুলির টানে ‘তিলোত্তমার’ অপরাধীদের শাস্তির দাবি শিল্পীদের: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here