
কলকাতা : আর্ট বিট আর্টিস্ট গ্রুপের উদ্যোগে একাডেমী অফ ফাইন আর্টসে ২০ জুন ২০২৫, শুক্রবার থেকে নতুন প্রজন্মের এক ঝাঁক তরুণ শিল্পীদের নিয়ে শুরু হল ‘ফিল দ্য পালস অফ আর্ট’ নামক চিত্র প্রদর্শনী। রাজ্যের বিভিন্ন জেলার তরুণ এবং প্রবীণ চিত্রশিল্পীরা অংশ গ্রহণ করেছেন এই প্রদর্শনীতে। প্রদর্শনীটির উদ্বোধন করেন শিল্পী সমীর আইচ এবং মোহিনী বিশ্বাস।

মূলত অ্যাক্রলিক এবং ক্যানভাসে চিত্রশিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের সৃষ্টিশীল চিন্তা ভাবনা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আগত সকল চিত্রশিল্পীরাই বেশ উৎসাহিত বোধ করছে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে।

প্রবীণ চিত্রশিল্পী সমীর আইচ দেশের সময়কে জানালেন, ‘বাংলার প্রত্যেক শিল্পীর মনেই সুপ্ত ইচ্ছে থাকে একাডেমী অফ ফাইন আর্টসে চিত্রপ্রদর্শনী করার। আর্ট বীট সেই ইচ্ছেকেই সফল রূপ দান করেছে। এই মুহুর্তে চিত্রশিল্পে দেশের মধ্যে পশ্চিমবঙ্গই অন্যতম। কারণ পশ্চিমবঙ্গেই চিত্রশিল্পের রেওয়াজ সবচেয়ে বেশী’।

একজন প্রবীণ শিল্পী হিসেবে সমীর আইচ এইসব নতুন শিল্পীদের সাফল্য কামনা করে আরও জানান, “কোভিডের পর ছবি বিক্রি বিশ্বজুড়েই বেশ কমে গিয়েছিল কিন্তু এখন চিত্রশিল্প ধীরে ধীরে তার বাজার ফিরে পাচ্ছে। দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরের তুলনায় কলকাতাতে তার পরিমাণ কম হলেও মানুষ এখানেও ছবি কিনছে।

ঘর সাজাতে, প্রিয়জনকে উপহার দিতে ছবির চাহিদা রয়েছে। তবে মানুষকে আরও বেশী করে শিল্প সচেতন করে তুলতে, শিল্পের কদর জানাতে শিল্প শিক্ষার প্রয়োজন। আর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকেই এগিয়ে আসতে হবে। বিভিন্ন ধরণের শিল্প প্রশিক্ষণ এবং এইধরণের চিত্রপ্রদর্শনী গুলিই মানুষকে শিল্প সচেতন করে তুলতে সাহায্য করে’। দেখুন ভিডিও

তরুণ প্রজন্মের শিল্পীদের বার্তা দিয়ে চিত্রশিল্পী মোহিনী বিশ্বাস দেশের সময়কে জানান, ‘এখানে এত শিল্পীরর ছবি রয়েছে তা একসঙ্গে এইভাবে দেখতে খুবই সুন্দর লাগছে। এক একজন শিল্পীর এক একটি ভাবনা খুব সুন্দর ভাবে এখানে ফুটে উঠেছে। ছবি আঁকতে হলে ছবি দেখতেও হবে; যারা এখানে অংশগ্রহণ করেছে তারা সকলেই একে অপরের ছবিও দেখছে এতেও অনেকটা অভিজ্ঞতা হয়’।

মোহিনী আরও বলেন, ‘শিল্পকে ভালোবাসতে গেলে তাকে অনেক বেশী সময় দিতে হবে। দেশ বিদেশের শিল্পীদের আঁকা নতুন পুরনো সবরকম ছবি দেখতে, শিল্পটাকে নিয়েই আরও বেশি করে ভাবতে হবে, তবেই একজন শিল্পীর মধ্যে নতুন সৃষ্টির ভাবনা আরও বেশী করে প্রকট হয়ে উঠবে’।

এই প্রদর্শনীটি খোলা থাকছে প্রতিদিন বিকেল চারটে থেকে ৭ টা পর্যন্ত। প্রদর্শনীটি চলবে ২৬ জুন ২০২৫ পর্যন্ত।