Salman Khan : সলমন খানের বোনের বাড়ি থেকে হীরের গয়না চুরি, জানেন কত টাকা দাম?

0
770

দেশের সময়: বলিউড অভিনেতা সলমন খানের বোন অর্পিতা খানের বাড়ি থেকে চুরি গেল হীরের গয়না। এ ব্যাপারে অর্পিতা পুলিশের কাছে নিজেই লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, মুম্বইয়ের খারের বাড়ি থেকে ৫ লক্ষ টাকার হীরের গয়না খোয়া গিয়েছে। এই অভিযোগ পেয়েই তদন্তে নেমে পুলিশ অর্পিতার বাড়ির পরিচারিককে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার চুরির ঘটনাটি ঘটে। ৩০ বছর বয়সি ওই অভিযুক্তকে পাশের থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তর নাম সন্দীপ হেগদে। পুলিশের দাবি, সে সলমন খানের বোনের ১৭ নম্বর খারে রোডের বাড়ি থেকে মূল্যবান হীরের গয়না নিয়ে চম্পট দেয়। পরে ওই গয়না খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন বলিউড তারকার বোন। তারপরই পুলিশ তড়িঘড়ি তদন্তে নামে। খতিয়ে দেখা হয় সিসি টিভির ফুটেজ। সন্দেহের তির যায় সলমানের বোনের বাড়িতে যে পরিচারকের কাজ করে, তার উপর। সেইমতো পুলিশ তার খোঁজ শুরু করে। অবশেষে থানে জেলা থেকে তাকে পাকড়াও করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Previous articleDrug News: বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল মাদক কারখানা, ২০০ কোটি টাকার মাদক সহ গ্রেফতার ৯ আফ্রিকান
Next articleSuicide :বিয়ের অনুষ্ঠানে ঝগড়া, বিষ খেলেন বর-কনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here