Salman Khan: ভাইজানকে উত্তরীয় পরিয়ে বাড়িতে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ,১৩ বছর পর সলমন পা রাখলেন কলকাতায়

0
628

দেশের সময় , কলকাতা: বলিউডের দ্বিতীয় খান, মহাতারকা সলমন খান প্রায় ১৩ বছর পর পা রাখলেন মহানগরে। এতেই লাগামছাড়া উন্মাদনার দেখা মিলল কলকাতার ভক্তদের মধ্যে।

শুক্রবার মধ্যরাতে বিমানবন্দরে পা রাখার পরেই বলিউডের টাইগারকে মহাসমারোহে স্বাগত জানিয়েছিলেন ভক্তরা। আজ শনিবার বিকেলে ইস্টবেঙ্গল মাঠে রয়েছে তাঁর জমকালো শো।

ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪.২৫।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সলমন খান। তাঁকে স্বাগত জানাতে হাজার হাজার ভক্তদের সঙ্গে বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী।

কনভয়ের দ্বিতীয় গাড়িতেই ছিলেন ভাইজান। কালো এসইউভির সামনে ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন সল্লু। পরনে আকাশী নীল শার্ট এবং ডেনিম। চোখে সানগ্লাস। বলিউডের তারকার একঝলক দর্শন পেতে দুপুর থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে ভিড় জমেছিল। গাড়ি থেকে নেমেই ভক্তদের উদ্দেশে হাত নাড়েন সলমন। মুখে এক গাল হাসি।

উত্তরীয় পরিয়ে সুলতানকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী এবং মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা। তারপর সটান প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অন্দরমহলে।

সলমন খান কলকাতায় ১৩ বছর পরে এলেও তাঁর ছবি যদিও বরাবরই ভাল ব্যবসা করেছে শহরে। ঈদের সঙ্গে কার্যত সমার্থক তাঁর ছবি। ‘বজরঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘দাবাং’, ‘দাবাং টু’ ইত্যাদি একের পর এক ছবির জন্য ঈদের দিন দর্শক উন্মাদনায় প্রায় বন্ধ হয়ে যায় কলকাতার রাজপথ। সম্প্রতি ‘পাঠান’ ছবিতে তাঁর এন্ট্রি বিস্তর হাততালি কুড়িয়েছে। ইস্টবেঙ্গল মাঠে তাঁর শোয়ের টিকিটের দাম আকাশছোঁয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্য অত্যন্ত সাদামাটাভাবেই আলাপ সারলেন ভাইজান। তাঁর দর্শন পেয়ে ভক্তরাও দেদার খুশি।

সূত্রের খবর অনুযায়ী, সেখানে ঘণ্টা খানেক থাকবেন সলমন। তারপর সোজা রওনা হবেন ইস্টবেঙ্গল মাঠে। প্রসঙ্গত, দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় এলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন খোদ সলমন। সেই অনুযায়ী আয়োজন করেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। 

Previous articleCongress Victory: ‘তৃণমূল উঠে যাবে, বাষ্পীভূত হয়ে যাবে, বাংলার সবাই কংগ্রেসে চলে আসুন’, অধীর
Next articleMamata Banerjee On Karnataka Election:বিজেপির শেষের শুরু, কর্ণাটকের বিধানসভা নির্বাচন নিয়ে মত প্রকাশ মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here