দেশের সময় ওয়েবডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিভ দখলে মরিয়া রাশিয়া৷ উপগ্রহ চিত্রেই তার প্রমাণ মিলল৷ আমেরিকার একটি বেসরকারি সংস্থার দাবি অনুযায়ী, উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে রুশ সেনার ৬৪ কিলোমিটার দীর্ঘ একটি কনভয় কিভের কাছাকাছি এসে পড়েছে৷ প্রথমে শোনা গিয়েছিল, এই কনভয়টি ২৭ কিলোমিটার দীর্ঘ৷ সংবাদসংস্থা রয়টার্সের তরফেই এই খবর জানানো হয়েছে৷
ম্যাক্সার টেকনোলজিস নামে যে সংস্থা এই উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনেছে, তাদের দাবি, বেলারুশ সীমান্ত দিয়েও ইউক্রেনের দিকে এগোচ্ছে রুশ সেনার কনভয়৷ রুশ সেনা ছাড়াও সেই কনভয়ে গ্রাউন্ড অ্যাটাক হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে৷ বেলারুশ হয়ে ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে অবস্থান করছিল রুশ সেনা৷
সোমবার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, কামান বহনকারী ট্রাক সহ রুশ সেনার ৬৪ কিলোমিটার দীর্ঘ একটি কনভয় ইউক্রেনের অ্যান্টোনভ বিমানবন্দরের কাছাকাছি জায়গায় চলে এসেছে৷
Russian military convoy north of Kyiv stretches for 40 miles -Maxar https://t.co/l1FohWbvpI pic.twitter.com/F55X0SncjB
— Reuters World (@ReutersWorld) March 1, 2022
খারকিভের ভিতরে ঢুকতে না পেরে সোমবার লাগাতার বোমাবর্ষণ করেছে রাশিয়া। সেই হামলায় ১১ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। কিভেও ১৪ জন শিশু-সহ ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।
এত কিছুর পরেও অবশ্য সোমবার রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, তারা যুদ্ধ শুরু করেনি৷ বরং তা শেষ করা চেষ্টা করছে৷ ইউরোপকে মানবিক এবং রাজনৈতিক বিপর্যয়ের মুখে ফেলার জন্য ন্যাটোকেই দায়ী করেছে রাশিয়া৷
সোমবার বেলারুশে আলোচনায় বসেছিল রাশিয়া এবং ইউক্রেন৷ যদিও তাতে কোনও রফাসূত্র বেরোয়নি৷ ফের দুই দেশ আলোচনায় বসতে পারে বলে শোনা যাচ্ছে৷ এরই মধ্য চরবৃত্তির অভিযোগে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত রাশিয়ার ১২ জন সদস্যকে আমেরিকা ছাড়ার নির্দেশ দিয়েছে জো বাইডেন প্রশাসন৷ আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে রাশিয়া৷
সোমবার যখন রেলারুশে দু’দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক চলছিল তখনও কিভ-সহ ইউক্রেনের বহু শহরে একের পর এক বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গিয়েছে। এমনকি রাশিয়া পরমাণু হামলারও হুমকি দিয়েছে। যা নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিরুদ্ধ স্বর আরও জোরালো হয়েছে। আন্তর্জাতিক মহলও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়াকে।