Russia Ceasefire: সাময়িক যুদ্ধবিরতি! ইউক্রেনের বাসিন্দাদের সরানোর সুযোগ দিল রাশিয়া

0
668

দেশের সময় ওয়েবডেস্কঃ ইউক্রেনের সঙ্গে সঙ্ঘাতে সাময়িক যুদ্ধবিরতি। ঘোষণা করা হল রুশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে। শনিবার মস্কোর স্থানীয় সময় বেলা ১০টা (ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা)-য় এই যুদ্ধবিরতি ঘোষণা হয়। সাড়ে পাঁচ ঘণ্টার জন্য ঘোষণা করা হল এই যুদ্ধবিরতি।

জানা গেছে যে, আজভ সাগরের তীরের বন্দর শহর মারিউপোলের বাসিন্দাদের দেশ ছাড়ার সুযোগ দিয়ে সাময়িক ভাবে এই ঘোষণা করল রাশিয়া।

সেখান থেকে সাধারণ নাগরিকদের সরে যেতে বলা হয়েছে। পরে যুদ্ধ আবারও শুরু করবে তারা। আপাতত মারিউপোলের বাসিন্দাদের যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

মারিউপোল ইউক্রেনের একটি জনপ্রিয় বন্দরশহর। আজভ সাগরের তীরে অবস্থিত সেই শহরেই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সেখানকার বাসিন্দাদের দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে। কিছুদিন আগে রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল স্থানীয় মানুষ, যাঁরা নিরপরাধ, তাঁদের যুদ্ধের হাত থেকে রেহাই দেওয়া হবে। তাঁরা সুযোগ পাবেন সর্বনাশা যুদ্ধের গ্রাস থেকে পালাতে। তার ভিত্তিতেই এদিন মারিউপোলে যুদ্ধবিরতি বলে মনে করা হচ্ছে।

দক্ষিণের শহর খারসেনের দখল নিলেও রুশ বাহিনী এখনও আরও দু’টি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা ও মারিউপোলকে দখল করতে পারেনি। ওই দু’ই শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমানহানায় বেশ কয়েকজন অসামরিক নাগরিকের মৃত্যুর খবরও মিলেছে।

দশম দিন পর্যন্ত উত্তেজনা প্রশমনের নামগন্ধ ছিল না। বরং ইউক্রেনের একের পর এক গুরুত্বপূর্ণ জায়গাকে কব্জা করতে ক্ষেপণাস্ত্র হামলা হানা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র আক্রমণ করার পর পুতিন-সেনার লক্ষ্য ছিল ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর মারিউপোল।

মারিউপোলে হিউমানিট্যারিয়ান করিডোর গড়ার ডাক দিয়েছে রাশিয়া। বেলা সাড়ে বারোটা থেকে যুদ্ধবিরতি চলবে। আপাতত মানবিক সমস্যার দিকে নজর রেখেই এই সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে যুদ্ধের বিরুদ্ধে ক্রমশ জোরালো হচ্ছে রুশ নাগরিকদের স্বর। সেই পরিস্থিতিতে সম্প্রতি রাশিয়ার ফেসবুক টুইটার নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে পুতিন সরকার।

Previous articleMamata Banerjee: হঠাৎ ৭ হাজার ফুট থেকে ২ হাজার ফুটে নেমে এল বিমান! কোমরে ব্যথা পেলেন মুখ্যমন্ত্রী ,তদন্তের নির্দেশ নবান্নের
Next articleNMC Internship : ইউক্রেন ফেরত পড়ুয়ারা দেশেই সম্পূর্ণ করতে পারবেন ইন্টার্নশিপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here