বাংলায় এখন শীতের আমেজ। তার উপর আবার ফসিলসের শো। রূপম ইসলামকে একঝলক দেখার জন্য দূরদুরান্ত থেকে ছুটে এসেছে ভক্তেরা। এ দৃশ্য বহুবার দেখেছে সকলে। তবে বনগাঁও-এর কনসার্টে যেন একেবারে অন্য রূপম ইসলামকে দেখা গেল। লিগামেন্টে গুরুতর চোট। রীতিমতো খুঁড়িয়ে হাঁটছেন। তাও একের পর এক গান গেয়ে গেলেন। শুধু তাই নয়, শরীরের ভঙ্গিতেও এতটুকুও ছন্দপতন হয়নি তাঁর।
রবিবার বনগাঁ স্টেডিয়ামে একটি কনসার্ট ছিল গায়ক রূপম ইসলামের। গোটা স্টেডিয়ামজুড়ে উপচে পড়া ভিড়। দর্শকাসন থেকে আসছে একের পর এক অনুরোধ। বরাবরের মতোই রূপম গেয়ে চলেছেন নিজস্ব ছন্দে। ভক্তরাও লিপ মিলিয়ে চলেছেন তাঁর সঙ্গে। সবকিছুর মাঝেই কোথাও যেন তাল কাটল। ডান পায়ের লিগামেন্টে চোট পেলেন রূপম ইসলাম।
চেয়ারে বোসে পা উঁচু করে দেখালেন দর্শকদের ‘কে ৷ সকলেই ভাবতে শুরু করলেন তবে কি থেমে যাবে অনুষ্ঠান?
কতটা গুরুতর চোট শিল্পীর? আদৌও কি অনুষ্ঠান শেষ করতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে অন্ততঃ গায়কের অনুরাগীদের ভাইরাল করা ভিডিয়ো দেখলেই স্পষ্ট, থেমে থাকেননি রূপম। তিনি যে রূপম ইসলাম। মঞ্চে আবারও নিজেই দিলেন প্রমাণ। দেখুন ভিডিও
এখন শীতের মরশুম। এই সময়টাতেই বিভিন্ন অনুষ্ঠান থাকে শিল্পীদের। আগামী দু’মাসের মধ্যে ফসিলস-এরও মোট ১৭ থেকে ১৮টি কনসার্ট রয়েছে। ফলে দ্রুত সুস্থ হয়ে উঠতেই হবে তাঁকে। তবে ক্লাচ নিয়ে প্রোগ্রাম করে দিতে পারবেন রূপম। বরাবরের মতোই আত্মবিশ্বাসী তিনি। বলেন, ‘সমস্যাটা স্টেজের উপর ততটা হয় না। ওখানে শ্রোতাদের দেখলেই নিজের ভিতর এনার্জি আসে। বাকি যাতায়াত আর সিঁড়ি ভাঙাটাই সমস্যা।’ দেখুন ভিডিও
এ শহর যখন ক্লান্ত কিছু গতেবাঁধা গানে, তখন গিটারে উঠেছিল ঝড়। একদল তরুণ-তরুণীর হৃদয় তোলপাড় করেছিল ফসিলস। হাসনুহানা থেকে শুরু করে বিষাক্ত মানুষ মন কেড়েছিল শ্রোতাদের। মঞ্চের সেই দাপট আজও একই আছে। দেখুন ভিডিও
ভক্তেরাও একইভাবে আশাবাদী, দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন রূপম ৷