Rituparna Sengupta ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা! রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পরই বলেন অভিনেত্রী, দাবি ইডির

0
135

দেশের সময়, কলকাতা:তিনি ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পরই জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মঙ্গলবার ইডি সূত্রে এমনই দাবি করা হয়েছে।

গত ১৯ জুন ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে যান অভিনেত্রী। রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘক্ষণ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এবার ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা, মঙ্গলবার ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে।

ইডি সূত্রের খবর, ঋতুপর্ণা সেনগুপ্ত ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান। অভিনেত্রী ইডি আধিকারিকদের জানিয়েছেন, সিনেমার পারিশ্রমিক বাবদ তিনি ওই টাকা নিয়েছিলেন। কিন্তু ওই টাকা যে রেশন দুর্নীতির, তা তিনি জানতেন না। আইনজীবী মারফত তিনি ইডির আধিকারিকদের টাকা ফেরতের বিষয়ে জানিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

জুন মাসে ইডি দফতরে পৌঁছনোর আগে নিজের হিসাবরক্ষককে সিজিও কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছিলেন ঋতুপর্ণা। সেইমতো ওইদিন সকালেই সিজিও কমপ্লেক্সে কাগজপত্র নিয়ে চলে যান ঋতুপর্ণার হিসাবরক্ষক। অভিনেত্রীও যে ইডির ডাকে সাড়া দিয়ে  সিজিওতে আসছেন, তা জানা গিয়েছিল তখনই।

পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা দেন ঋতুপর্ণা। যদিও ওইদিন পাঁচ ঘণ্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে থেকে বেরিয়ে ঋতুপর্ণা দাবি করেছিলেন, ‘রেশন দুর্নীতি’র সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল, তা তদন্তকারীদের দিতেই তিনি এসেছেন।

ইডি সূত্রের খবর, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর নির্ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এর আগে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেসময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা।

Previous articleBolpur Newsবঙ্গ সংস্কৃতি মঞ্চের উদ্যোগে শান্তিনিকেতন মহোৎসব
Next articleOdisha News: গুগল ম্যাপের সাহায্য নিয়ে বিপাকে পাঁচ বন্ধু,ওড়িশার জঙ্গলে ১১ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here