RGKar Protest: আজ প্রতিবাদে রাজপথে তৃণমূল- বাম- বিজেপি

0
139

দেশের সময়,কলকাতা :তিলোত্তমার ধর্ষণ-খুনের বিচার চেয়ে আজ শুক্রবার পথে ‘রাজনীতি’। বিজেপির ধরনা, তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান কিংবা বামেদের মিছিল। আজ তিলোত্তমার বিচার চেয়ে শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিক দলই রাজপথে।

আজ শুক্রবার বিজেপির ধরনার দ্বিতীয় দিন। ধর্মতলায় মঞ্চ বেঁধে চলছে ধরনা। ডরিনা ক্রসিংয়ে শুক্রবার থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পাশাপাশি পথে নামার কথা বিজেপির মহিলা মোর্চারও। করুণাময়ী থেকে মিছিল করবে বিজেপির মহিলা মোর্চা। রাজ্য মহিলা কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছে মহিলা মোর্চা।

অন্যদিকে বামেরাও আজ পথে নামছে আবার। হাজরা মোড়ে অবস্থানে বসছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজাবাজারে বিক্ষোভ দেখাবে ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই।

রাস্তায় নামছে তৃণমূল ছাত্র পরিষদও। ২৮ অগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি কলেজ গেটে দুপুর ১টা থেকে ধরনা অবস্থানে বসবে তৃণমূলের ছাত্র সংগঠন।

তবে অগস্টের ঘটনার পর ২০ দিন পেরিয়ে গেল। তবে তদন্তের গতি খুব একটা সন্তোষজনক নয়, বলছে বিভিন্ন মহল। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিস্তর লেখালেখিও চলছে। কলকাতা পুলিশ থেকে সিবিআই, তদন্তভার হস্তান্তর করেছে হাইকোর্ট। কিন্তু তদন্তের দায়িত্ব পাওয়ার পর এখনও কেন্দ্রীয় এজেন্সির তেমন বড় পদক্ষেপ নজরে আসেনি। যিনি গ্রেফতার হয়েছে, কলকাতা পুলিশই তাঁকে গ্রেফতার করেছে। পরে তাঁকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। তবে খুব বড় কোনও তথ্য এখনও সামনে আসেনি এই ঘটনায়।

Previous articleFIR Against Mamata Banerjee এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর! দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি আইনজীবীর
Next articleCyclone Asna: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা,গুজরাতে বন্যা পরিস্থিতি নিয়ে সিঁদুরে মেঘ দেখছে প্রশাসন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here