RGKar protest‘আমার দুর্গা বিচার পাক’ কুমোরটুলির মৃৎশিল্পীদের মুখে মুখে স্লোগান, পথে রিকশাচালকেরা, প্রতিবাদ পেরোল দেশের গণ্ডিও : দেখুন ভিডিও

0
317
রবিবার কুমোরটুলিতে ছবিগুলি তুলেছেন শুভেন্দু ঘোষ

দেশের সময় , কলকাতা : রবিররাত পোহালেই ৯ সেপ্টেম্বর। ঘটনার পরে কেটে গেল একটা মাস। এই একমাসে কয়েকশো প্রতিবাদী জমায়েতের আয়োজন হয়েছে শহরে। আক্ষরিক অর্থেই ‘মিছিলনগরী’ হয়ে উঠেছে কলকাতা। আজ একমাসের মাথায় আবারও শহরের বিভিন্ন প্রান্তে একাধিক প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দেখুন ভিডিও

পথে নেমেছেন টলিউডের শিল্পীরা থেকে শুরু করে রিকশাচালক, মৃৎশিল্পী– সক্কলে। তবে এবার প্রতিবাদ শুধু কলকাতা, রাজ্য বা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিদেশেও।

৯ অগস্টের ঘটনার পরে গত ১৪ অগস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। প্রেসিডেন্সি কলেজে গবেষক ছাত্রী রিমঝিম সিনহার ডাকে এগিয়ে এসেছিলেন হাজার হাজার শহরবাসী। মেয়েদের রাত দখলে পায়ে পা মিলিয়েছিলেন পুরুষরাও। আজ রবিবার, ৮ তারিখ রাতে ফের সেরকমই মেয়েদের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’।

‘বিচার যত পিছোবে, মিছিল তত এগোবে’, স্লোগান শিল্পীদের মুখে । রাত দখল ছাডা়ও, এদিন বিকেলে আরও একবার পথে নেমেছেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা।

গত রবিবার, ১ সেপ্টেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা হেঁটেছিলেন তাঁরা। অবস্থানও করেছিলেন রাতভর। আজ, রবিবার আবার বিকেল ৫টার সময়ে টালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন তাঁরা। 

অন্যদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ পথে নেমেছেন রিকশাচালকরাও। বিকেল ৪টে নাগাদ হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করেন তাঁরা। তাঁদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘তিলোত্তমার বিচারের দাবিতে রিকশা-শ্রমিকদের মিছিল’।

রবিবার কুমোরটুলিতে ছবিগুলি তুলেছেন শুভেন্দু ঘোষ

অন্যদিকে, রবিবার পথে নামলেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সরব হলেন মৃৎশিল্পীরা। স্লোগান উঠল ‘চাইছে পুজোর আঁতুড়ঘর, বিচার চাইছে আরজি কর’, ‘কুমোরটুলি দিচ্ছে ডাক, আমার দুর্গা বিচার পাক’। তাঁরা জানালেন, এ বারের পুজো নিয়ে তাঁদের কোনও উৎসাহ নেই। এদিন দুপুর থেকেই কুমোরটুলিতে জড়ো হতে থাকেন মৃৎশিল্পীরা।

মৃৎশিল্পীদের সংগঠন ‘কুমোরটুলি মৃৎশিল্পী সংস্কৃতি সমিতি’র ডাকে রবিবার হয়েছে এই মিছিল। তাতে মৃৎশিল্পীদের সঙ্গে শামিল হয়েছেন তাঁদের পরিবারের সদস্যেরাও।এক মৃৎশিল্পী বলেন, ‘‘এক জন মহিলা অত্যাচারের শিকার হয়েছেন। এক মাস পূর্ণ হতে চলেছে, বিচার মেলেনি। সারা পৃথিবীর মানুষ আন্দোলন করছেন। আমরা শিল্পী হয়ে চুপ থাকতে পারি না। আমরা মায়ের মূর্তি তৈরি করি। মা দুর্গার বিচার চাই।’’ মৃৎশিল্পীদের প্রতিবাদে শামিল হয়েছেন শিল্পী সনাতন দিন্দা ও লগ্নজিতা চক্রবর্তী ।

দুর্গাপুজো শুরু ঠিক আর একমাস পরে, ৮ অক্টোবর থেকে। এই সময় চরম ব্যস্ততা থাকে কুমোরটুলিতে। এবার শহর দেখল অন্য ছবি। ব্যস্ততার মাঝেই পথে মৃৎশিল্পীরা। 
মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ ছাড়াও, রবিবার রাত আটটায় সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানব বন্ধন হবে। উদ্যোক্তারা এজন্য মোট ৩৮টি জায়গায় প্রাথমিকভাবে জড়ো হতে বলেছেন প্রতিবাদীদের। তার পরে সকলে হাতে হাত রেখে দীর্ঘ করবেন প্রতিবাদের বন্ধন।

তবে কলকাতা ছাড়াও, এদিন আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের একাধিক দেশের একাধিক শহরে বিক্ষোভ- প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। 

শুধু ৮ তারিখ সারাদিন বা সারারাত নয়, মিছিল চলবে সোমবার ভোরেও। সোমবার ভোর চারটে থেকে শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেবেন টেবিল টেনিস তারকা মান্তু ঘোষরা। ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌ স্লোগানের মধ্যে দিয়ে ঘুম ভাঙবে শিলিগুড়ির।

রাত পোহালে ঘটনার এক মাস হবে তাই শুধু নয়, সুপ্রিম কোর্টে হবে আরজি কর মামলার শুনানিও রয়েছে। আগামী কালের সেই সুপ্রিম শুনানিকে সামনে রেখে আজ ‘রাজপথে আদালত’ বসানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে। আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, এই কর্মসূচিতে সাধারণ মানুষ নিজেদের মতামত জানাবেন।

‘বিচার চাই’! আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে পথে নামলেন দক্ষিণ কলকাতার ৫১ টি স্কুলের প্রাক্তনীরাও । গড়িয়াহাট (Gariahat) থেকে রাসবিহারী পর্যন্ত মিছিলে পা মেলালেন হাজার হাজার মানুষ ।দেখুন সেই ভিডিও

রবিবার কল কাতা সহ  জেলায় জেলায় সকাল ১০টা থেকে ‘অভয়া ক্লিনিক’-এর আয়োজন করা হয়েছিল, সেই অভয়া ক্লিনিক সংলগ্ন এলাকাতেই তাঁরা আয়োজন করেন এই ‘জনতার মতামত, রাজপথে আদালত’ কর্মসূচির। পাশাপাশি রবিবার ফের একবার মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিকেল পাঁচটায় রাস্তায় মানববন্ধন করে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বানও জানিয়েছেন সকলে।  দেখুন ভিডিও

‘জনতার আদালতে’ জনতার কাছে কিছু প্রশ্ন রেখেছেন আন্দোলনকারীরা ডাক্তাররা। আন্দোলন কোন পথে চলছে, তাঁরা এটা চালিয়ে যেতে পারেন কিনা কিংবা ‘অভয়া ক্লিনিক’ এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, তার উত্তর চান তাঁরা। একই সঙ্গে আরজি কর কাণ্ডের তদন্তে পুলিশ এবং সিবিআইয়ের ভূমিকা সম্পর্কেও জানতে চেয়েছেন প্রতিবাদীরা। 

সকলেরই দাবি একটাই, আরজি কর-কাণ্ডের বিচার। সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। গত বৃহস্পতিবার শুনানির কথা থাকলেও তা হয়নি। আদালত সূচি প্রকাশ করে জানিয়েছে, সোমবার প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের বেঞ্চে ওই মামলার শুনানি হবে। তার আগের দিন, রবিবার বহু পথে নেমেছেন বিভিন্ন ক্ষেত্রের মানুষজন। ‘মেয়েদের রাতদখল’-এর কর্মসূচিও রয়েছে।

Previous articleRG Kar Protest ফের কলকাতা- সহ একাধিক জেলায় বসল ‘অভয়া ক্লিনিক’, দেওয়া হল বিনামূল্যে : দেখুন ভিডিও
Next articleReclaim the Night রবিবাসরীয় সন্ধ্যায় গুপী-বাঘার’ গানে শাসকের ঘুম ভাঙানোর আহ্বান বনগাঁয় : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here