RG Kar Incident:কাদম্বিনীর বিচারের দাবিতে এবার কলকাতায়  সাংবাদিকদের মৌন মিছিল : দেখুন ভিডিও

0
174
  • দেশের সময়, কলকাতা: কাদম্বিনীর বিচার চেয়ে যখন সারা দেশ উত্তাল। তখন সাংবাদিকরা ও পিছিয়ে নেই তার বিচারের দাবিতে সরব হাওয়ায়। শুক্রবার মেট্রো চ্যানেলের সামনে জমায়েত করে কাদম্বিনী বিচারের দাবিতে মুখরিত হলেন প্রবীণ নবীন সহ সমস্ত মাধ্যমের সাংবাদিকরা। তবে নিঃশব্দ মৌন মিছিলের মাধ্যমে নিজেদের দায়িত্ব পালন করার জন্য রাস্তায় নামলেন সাংবাদিকরা।  দেখুন ভিডিও

তাদের মুখেও একটাই দাবি কাদম্বিনীর বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাই তারাও আর চারটে পেশাদারীত্ব মানুষের মত নিজেদের তাগিদে আর জি কর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ পথে নামলেন। মিছিল মেট্রো চ্যানেল থেকে ধর্মতলা হয়ে মেয়ো রোড হয়ে গান্ধী মূর্তি পাদদেশে শেষ হয়। সাংবাদিকদের গলায় একটাই আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস ফর কাদম্বিনী।

Previous articleRG Kar cctv footage: সেই রাতে আরজি করে ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়!ইয়ারফোন ঝুলিয়ে হেলমেট নিয়ে কোথায়?ভাইরাল সিসিটিভি ফুটেজ!
Next articleNabanna Abhijan: বাংলাদেশের মডেল? নবান্ন অভিযানের ডাক দিলেন কোন তিন ‘ছাত্র’? সামনে এল পরিচয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here