রাত পোহালেই এক মাস, বিচারের দাবিতে মিছিলের ডাক দিকেদিকে,রাত পোহালেই ৯ সেপ্টেম্বর। ঘটনার পরে কেটে গেল একটা মাস। এই একমাসে কয়েকশো প্রতিবাদী জমায়েতের আয়োজন হয়েছে কলকাতা শহরের পাশাপাশি বনগাঁ শহরেও । আক্ষরিক অর্থেই ‘মিছিলনগরী’ হয়ে উঠেছে বনগাঁ। দেখুন ভিডিও
রবিবার একমাসের মাথায় আবারও শহরের বিভিন্ন প্রান্তে একাধিক প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
৯ অগস্টের ঘটনার পরে গত ১৪ অগস্ট মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। প্রেসিডেন্সি কলেজে গবেষক ছাত্রী রিমঝিম সিনহার ডাকে এগিয়ে এসেছিলেন হাজার হাজার শহরবাসী। মেয়েদের রাত দখলে পায়ে পা মিলিয়েছিলেন পুরুষরাও। আজ, ৮ তারিখ রাতে ফের সেরকমই মেয়েদের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’।
রাত পোহালে ঘটনার এক মাস হবে তাই শুধু নয়, সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিও রয়েছে। সোমবার সেই সুপ্রিম শুনানিকে সামনে রেখে রবিবার ‘রাজপথে ফের সাধারণ মানুষের ঢল নেমেছে । দাবি একটাই আরজি কর কান্ডের বিচার চাই ।