Rath Yatra2024 রথযাত্রাকে কেন্দ্র করে সাংস্কৃতিক উৎসব 

0
89
সঙ্গীতা চৌধুরী দেশের সময়

আসানসোল : জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে আসানসোলের ইস্কন বুধা ময়দান প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো রথযাত্রা উৎসব ২০২৪। ৭ জুলাই রথযাত্রার দিন এই সান্ধ্য অনুষ্ঠানের সূচনা হয়। অন্যান্য বারের মতো এবারও বিভিন্ন আঞ্চলিক সাংস্কৃতিক দলগুলো প্রতিদিন সন্ধ্যায় নানা আঙ্গিকের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ বছরে বিশেষ আকর্ষণ ছিল বাংলার শাস্ত্রীয় নৃত্য গৌড়ীয় নৃত্য। এই নৃত্য পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানানো হয় বিশিষ্ট গৌড়ীয় নৃত্যশিল্পী শ্রীমতি কাবেরী পুইতন্ডি কর ও তার সম্প্রদায়কে।

নরহরি চক্রবর্তীর লেখা গীত চন্দ্রোদয় থেকে নেওয়া বন্দনা মঙ্গলাচরন দিয়ে কাবেরী তাঁর নৃত্যানুষ্ঠান শুরু করে। চামর, কুলো সহযোগে পঞ্চভূতকে তুষ্ট করে মাটির সরার উপর দাঁড়িয়ে শিল্পী বন্দনা মঙ্গলাচরন পরিবেশন করেন। দ্বিতীয় নিবেদন ছিল আলাপচারী। প্রাচীন কালে শ্রীকৃষ্ণ ও বজঙ্গনাগণ সপ্তস্বর সহযোগে বিভিন্ন আলাপচারিতায় মগ্ন থাকতেন। কাবেরীর সুযোগ্য তিন শিক্ষার্থী অত্যন্ত দক্ষতা সহযোগে এই আলাপচারী পরিবেশন করে। মহাজন পদ নৃত্য ‘দশাবতার’-এর পঞ্চাবতার দিয়ে কাবেরী ও তাঁর N.G.C.B foundation-এর ছাত্রীরা নৃত্যানুষ্ঠান শেষ করে। জয়দেবের ‘গীত – গোবিন্দ’ থেকে নেওয়া এই দশাবতারের গান। দশাবতারে জীব জগতের বিবর্তনের কথা বলা হয়েছে। মৎস,কূর্ম, বরাহ, নরসিংহ ও কল্কি অবতার দেখানো হয়েছে এই পঞ্চাবতারের মাধ্যমে। কাবেরী ও তাঁর ছাত্রী অহনা, শুভশ্রী ও অন্তরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন। গৌড়ীয় নৃত্যের সমগ্র অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন ও পরিচলনায় ছিলেন পন্ডিত অমিতাভ মুখোপাধ্যায়।

Previous articleISKCON Ulto Rath2024উল্টোরথে মনখারাপ, মাসিবাড়ি থেকে আজ ঘরে ফেরার পালা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দেখুন ইসকনের উল্টোরথ যাত্রা
Next articleSohini Sarkar-Shovan Ganguly wedding ভরা বর্ষায় শুভ পরিণয় শোভন-সোহিনীর, রইল বিয়ের ছবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here