Ramkrishna Math রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ

0
191

দেশের সময় কলকাতা : স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর, নতুন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। নতুন অধ্যক্ষ পেল রামকৃষ্ণ মঠ ও মিশন।

রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ। তিনি সহ-অধ্যক্ষ ছিলেন মঠ এবং মিশনের। বুধবার সাংবাদিক বৈঠকে তাঁর নাম অধ্যক্ষ হিসাবে ঘোষণা করেন মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।

স্বামী স্মরণানন্দ মহারাজ ছিলেন মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ। তাঁর পরে, সপ্তদশ অধ্যক্ষ হলেন,স্বামী গৌতমানন্দ। স্বামী স্মরণানন্দের প্রয়াণের পর, অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। এবার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন তাঁকে নির্বাচিত করল স্থায়ী অধ্যক্ষ হিসেবে। স্বামী গৌতমানন্দ মহারাজ মিশনে যোগ দেন ১৯৫১ সালে। পরে দীর্ঘকাল তিনি থেকেছেন নানা রাজ্যে। দায়িত্ব সামলেছেন চেন্নাই মঠের প্রধান হিসেবেও।

মঠের তরফে জানানো হয়েছে অছি পরিষদের সবচেয়ে প্রবীণ সহ-অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি। তাঁকেই এ বার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত করা হয়েছে। গত ২৭ মার্চ ষোড়শ অধ্যক্ষ মহারাজের অন্ত্যেষ্টির দিন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, স্বামী স্মরণানন্দজির পর নতুন অধ্যক্ষ নির্বাচিত হতে মোটামুটি এক মাস লাগবে। তিনি বলেছিলেন, ‘‘আমাদের সঙ্ঘ গণতান্ত্রিক। অছি পরিষদ ও পরিচালন সমিতি পরবর্তী অধ্যক্ষ কে হবেন তা ঠিক করবে। সেই সিদ্ধান্তে অনুমোদন দেবেন দীর্ঘ ২০-৩০ বছর ধরে মঠ ও মিশনের কার্যভার সামলাচ্ছেন যে সন্ন্যাসীরা।’’

রামকৃষ্ণ মিশন সূত্রে খবর, স্বামী গৌতমানন্দ মিশনে যোগ দেন ১৯৫১ সালে। তিনি আধ্যাত্মিক প্রশিক্ষণ নেন স্বামী রঙ্গনাথানন্দের কাছে। ১৯৬৬ সালে মঠের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দের কাছে সন্ন্যাস দীক্ষা নেন। তার পর দীর্ঘ দিন অরুণাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে গ্রামীণ আদিবাসী জনসাধারণের মধ্যে শিক্ষা প্রসারের কাজ করেছেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং নয়া দিল্লিতে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এর মতো দু’টি গুরুত্বপূর্ণ বোর্ডে সাধারণ এবং এগ্‌জ়িকিউটিভ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯০ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের সদস্য নির্বাচিত হন স্বামী গৌতমানন্দ। ১৯৯৫ সালে চেন্নাই মঠের প্রধান হিসাবে দায়িত্বভার নেন। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে তাঁর বিপুল জ্ঞানের কথা বিদিত। মঠের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দেশ ও বিদেশে বহু জায়গায় তাঁর বক্তৃতা ভারতের আধ্যাত্মিকতা ও বেদান্ত দর্শনের প্রতি আগ্রহ সৃষ্টি করেছে। এমন একজন প্রাজ্ঞ ও সংস্কৃতিমনস্ক প্রবীণ সন্ন্যাসী রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ পদে কার্যভার গ্রহণ করায় খুশি ভক্ত ও অনুরাগীরা।’’

Previous articleLok Sabha Elections 2024 এবারে আর বিজেপি ক্ষমতায় আসছে না, কি ভাবে?সেই  হিসেব এর সঙ্গে বিদ্যুৎ বিল বাঁচানোর টিপস ও দিলেন মমতা
Next articleWeather update চরম তাপপ্রবাহের লাল সতর্কতা পাঁচ জেলায়, ৪১ ডিগ্রি ছাড়াতে পারে কলকাতায়, পারদ আরও চড়ার পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here