দেশের সময় ওয়েবডেস্কঃ আগামী বৃহস্পতিবার রাখিবন্ধন উৎসব ৷ একে অপরের হাতে রাখি পরিয়েই উদযাপন করা হবে বন্ধুত্ব, সৌভ্রাতৃত্বের প্রতীক এই উৎসব। আর সেই রাখিতেই এই বছর থাকছে নয়া চমক। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন করা ডিজাইনের রাখি এবার বাঁধা হতে পারে আপনার হাতেও। নীল-সাদা সেই রাখিতে লেখা থাকবে মুখ্যমন্ত্রী ও শাসক দলের পছন্দের স্লোগান ‘জয় বাংলা। ’
প্রতি বছর এই দিনটিকে ‘সংস্কৃতি দিবস’ হিসাবে পালন করে রাজ্যের তৃণমূল সরকার। গত দু’বছর করোনা অতিমহামারীর কারণে সাড়ম্বরে পালিত হতে পারেনি রাখিবন্ধন। তাই এই বছর ধুমধাম করেই রাখি উত্সব পালন করতে চান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই এই বছর সরকারী তরফে ছুটি ঘোষনা করা হয়েছে ওইদিন। শুধু ছুটিই নয়, এই বছর চমক থাকছে রাখির নকশাতেও। নকল ফুল ও পুঁতি দিয়ে তৈরি বিশেষ রাখিতে এই বছর লেখা থাকছে ‘জয় বাংলা,’ এবং ‘সংস্কৃতি দিবস, পশ্চিমবঙ্গ সরকার। ’
স্বয়ং মুখ্যমন্ত্রী এই নকশা অনুমোদন করেছেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে বানানো নীল ও সাদা রঙের কম্বিনেশনের এই রাখি যুবকল্যাণ দফতরের মাধ্যমে রাজ্যের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। এই বছর মোট ৬ লক্ষ ৫৫ হাজার রাখি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কালনা উইভার্স অ্যান্ড আর্টিজান ওয়েলফেয়ার সোসাইটি। আরো জান গেছে এই রাখিগুলির কয়েকটি নমুনা প্রথমে মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে। এরপরেই রাখির সম্পূর্ণ নকশা প্রস্তুত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।