Rain update: বাংলায় বর্ষার প্রবেশ!দু’তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে ঢুকছে বর্ষা, তবে দক্ষিণবঙ্গে কবে?

0
439

দেশের সময় ওয়েবডেস্কঃ চলতি সপ্তাহেই -দু’তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়বে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস।

পরবর্তী ২-৩ দিনের মধ্যে উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

পূর্বাভাস সত্যি করে সময়ের আগেই আন্দামানে ঢুকেছিল বর্ষা। বাকি দেশেও যে এর ব্যতিক্রম হবে না, বোঝা যাচ্ছিল। এবার নির্ধারিত সময়ের তিন দিন আগে কেরলে বর্ষার প্রবেশ৷

স্বাভাবিক ভাবে জুনের ৭-৮ তারিখ নাগাদ উত্তরবঙ্গে বর্ষা ঢোকার কথা। কিন্তু তার আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরে বাংলায় বর্ষা ঢুকে পড়ছে।

রবিবার, ২৯ জুন কেরলে পৌঁছে যায় দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ু। এমনিতে ১ জুন কেরলে ঢোকে সে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি এবার বঙ্গেও নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসছে?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গল থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে আপাতত স্বস্তির বার্তা দিচ্ছে না হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মঙ্গলবার বিকালের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে তাতেও স্বস্তি মিলবে না। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আমাদের দেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে কৃষির ওপর। এ হেন কৃষিভিত্তিক দেশের জীবনরেখা হল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কারণ তার ওপর নির্ভর করে কৃষি উৎপাদন।

ভারতীয় আবহাওয়া দফতরের (‌আইএমডি)‌–র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র ইতিমধ্যেই জানান, রবিবারই কেরলে ঢুকে পড়েছে বর্ষা। যা আদতে ঢোকার কথা ১ জুন।

রেকর্ড বলছে, গত ১০ বছরে ১ জুন দেশে বর্ষা ঢুকেছে দু’বার। ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৯ সালে প্রায় এক সপ্তাহ দেরি করেছে বর্ষা। আবার মে মাসেই বর্ষা চলে এসেছে ২০১৭ এবং ২০১৮ সালে। শেষ ২০১৮ সালে ২৯ মে বর্ষা ঢুকেছিল দেশে।

বাংলায় বর্ষা ঢোকে উত্তরবঙ্গ হয়ে। প্রথমে উত্তরবঙ্গ তার পর ধীরে ধীরে এগোয় দক্ষিণবঙ্গের দিকে। ৮ থেকে ১০ জুন উত্তরবঙ্গে বর্ষা আসে। সেক্ষেত্রে কিছুটা আগে জুনের প্রথম সপ্তাহেই এসে পড়ছে বর্ষা৷

Previous articleMamata Banerjee: বিজেপি-র মন্ত্রীদের বাড়িতে ইডি-সিবিআই পাঠানোর দাবি তুলে পুরুলিয়ায় কর্মিসভায় মোদী সরকারকে ভর্ৎসনা মমতার
Next articleBankura-Mamata: ‘‌কানমলা খাওয়া উচিত ওদের’‌,এবার বাঁকুড়া জেলা প্রশাসনকেও ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here