নিম্নচাপের ‘ইউ টার্ন’,মুষলধারে বৃষ্টি কলকাতা- সহ জেলাগুলিতে, সাতটি জেলায় বন্যার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস !চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা শিল্পীদের কপালে ৷
করোনার পর ধুঁকছিল কলকাতার কুমোরটুলি থেকে শুরু করে বিভিন্ন জেলার পটুয়া পাড়া ৷ সে ধাক্কা কাটিয়ে এ বছর বাজার একেবারে চাঙ্গা। প্রতিমার বায়নার বহরে হাসি ফুটেছে শিল্পীদের মুখে। কিন্তু বৃষ্টি সে হাসি ফিকেও করে দিচ্ছে রোজ রোজ। দফায় দফায় বৃষ্টির জেরে কুমোরটুলিতে দুর্গা প্রতিমা তৈরির কাজ প্রবল সঙ্কটে।
ঘরের মধ্যে স্থান সংকুলান না হওয়ায় পলিথিনে মুড়ে রাস্তায় রাখতে হচ্ছে প্রতিমা। আর বাইরে রাখা প্রতিমাগুলি বৃষ্টিতে ভিজে একসা। মাথায় হাত শিল্পীদের। সবমিলিয়ে পটুয়াপাড়া জুড়ে প্রতিমা তৈরির কাজের গতি অত্যন্ত শ্লথ। দেখুন ভিডিও
বুধবার দুপুরে বনগাঁর তালতলা, শিমুলতলা সহ গোপালনগরের পটুয়াপাড়ার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা গিয়েছে, বৃষ্টি আটকাতে ত্রিপল, প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়েছে প্রতিমা। গোটা অঞ্চল জল কাদায় মাখামাখি। জলঠেঙিয়ে শিল্পীদের ঘরে আসছেন পুজো কমিটির উদোক্তারা।
বৃষ্টির জন্য কেউ স্টোভ জ্বালিয়ে প্রতিমা শুকিয়ে তোলার কাজ করছেন। শিল্পীদের যদিও উদ্বেগ, কেরোসিন তেলের দাম হু হু করে বাড়ছে। খরচ কুলিয়ে ওঠা যাচ্ছে না।
সবমিলিয়ে পুজো যত এগিয়ে আসছে কুমোরটুলি জুড়ে ব্যস্ততা ততই বাড়ছে। গোপাল নগরের একটি স্টুডিওতে প্রতিমার চক্ষুদান চলছে ৷ কিন্তু বৃষ্টি অসুর হয়ে দেখা দেওয়ায় দুশ্চিন্তার কালো ছায়া মেঘের মতো গ্রাস করেছে শিল্পীদের মুখ। ঝলমলে রোদের খোঁজে হা পিত্যেশ করে তাকিয়ে আকাশের দিকে।