Rahul Gandhi :জেলে যেতে হচ্ছে না বড় স্বস্তি রাহুলের, সুরত আদালতের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

0
426

দেশের সময় ওয়েবডেস্কঃ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বড় স্বস্তি পেলেন সুপ্রিম কোর্টে। সুরত আদালত তাঁকে ২ বছর কারাদণ্ডের যে নির্দেশ দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত।

মোদী পদবি অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ শুক্রবার রাহুলের দু’বছরের জেলের জাসার উপর স্থগিতাদেশ দিয়েছে। ফলে এ সংক্রান্ত সুরাত আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না।

সুপ্রিম কোর্ট এদিন স্থগিতাদেশ জারি করতে গিয়ে জানিয়েছে, সুরতের নিম্ন আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দিয়েছিল। কিন্তু কেন সর্বোচ্চ শাস্তি দিয়েছিল সেই কারণ ব্যাখ্যা করেনি। তাই নিম্ন আদালতের ওই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হল।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের কোলারে ‘মোদী’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মা দু’বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে।

গুজরাতের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীর দায়ের করা ওই ‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের জন্য তাঁকে ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক। সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের ভিত্তিতে ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেছিলেন।

‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী সাব্যস্ত রাহুলের দু’বছর জেলের যে সাজা গত ২৩ মার্চ সুরাত ম্যাজিস্ট্রেট আদালত দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন গত ৭ জুলাই খারিজ করে দিয়েছিল গুজরাত হাই কোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চ। গুজরাত হাই কোর্টের আগে সুরাতের দায়রা আদালতও সাজার রায় বহাল রেখেছিল। সেই সাজার রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে ১৭ জুলাই রাহুলের আইনজীবী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন। রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির তরফে আবেদনে বলা হয়, ‘‘যদি গুজরাত হাই কোর্টের ৭ জুলাইয়ের রায় স্থগিত না করা হয়, তবে তা বাক্‌স্বাধীনতা, মতপ্রকাশ, স্বাধীন চিন্তাভাবনার কণ্ঠরোধের পরিবেশ তৈরি করবে।’’

Previous articleWeather Update: সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? দেখুন ভিডিও
Next articleOld and New Digha: নতুন নাকি পুরনো দীঘা বেশি পছন্দের? কি বলছেন পর্যটকেরা ! দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here