Rahul-ED: ন্যাশনাল হেরাল্ড মামলা: টানা তিন দিন ৩০ ঘণ্টা জেরা, ফের শুক্রবার রাহুলকে তলব ইডির

0
344

দেশের সময় ওয়েবডেস্ক:‌ সোমবার থেকে প্রতিদিন রাহুল গান্ধীকে জেরা করে চলেছে ইডি।ন্যাশনাল হেরাল্ড মামলায় টাকা নয়ছয় কাণ্ডে। আজ বুধবারও ব্যতিক্রম হয়নি। এখন পর্যন্ত মোট ৩০ ঘণ্টা জেরা করা হয়েছে কংগ্রেস সাংসদকে। ফের শুক্রবার ইডির জেরার মুখে পড়তে চলেছে রাহুল। জানা গিয়েছে, আগামী কাল জেরার থেকে অব্যহতি চেয়েছিলেন রাহুল। সেই আবেদন মেনে নিয়েছে ইডি। তাই ফের শুক্রবার তিনি যাবেন দিল্লিতে ইডির দপ্তর ‘‌প্রবর্তন ভবন’‌–এ। 

এদিন সকাল ১১টা ৩৫ মিনিটে রাহুল পৌঁছে যান ইডির দপ্তরে। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। সেই থেকে চলেছে জেরা। মাঝে বিরতি দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, বয়ান রেকর্ড করে জমা দেওয়ার আগে তা নিজে খতিয়ে দেখেছেন রাহুল। 

এদিকে কে সি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, রণদীপ সুরজেওয়ালার মতো নেতাদের অভিযোগ, এদিন দিল্লি পুলিশ জোর করে কংগ্রেসের সদর দপ্তরে ঢুকে পড়েছে। যদিও পুলিশ তা মানেনি। দলীয় দপ্তরে যাওয়ার পথে এদিন আটক হয়েছেন কংগ্রেস নেতা শচীন পাইলট। রাজধানীতে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস কর্মীরা।

কংগ্রেস বারবার অভিযোগ করেছে, ‘‌রাজনৈতিক স্বার্থসিদ্ধি’‌র জন্য রাহুলকে এভাবে জেরা করে চলেছে ইডি। তাকে কাজে লাগিয়েছে বিজেপি। ২৩ জুন একই কারণে ইডি–র জেরার মুখে বসার কথা সোনিয়া গান্ধীর। তবে কোভিড সংক্রান্ত অসুস্থতার কারণে তিনি এখন হাসপাতালে। কংগ্রেস সভানেত্রী সুস্থ রয়েছেন বলেই জানিয়েছে দল।   

Previous articleRain Tree : মরসুমের প্রথম বর্ষণের ছোঁয়াতেই বৃষ্টিগাছ সবুজ ক্যানভাস হয়ে ওঠে যশোর রোডে
Next articleExport: ভারত থেকে ৪ মাস গম ও আটা আমদানি করবে না আরব আমিরশাহি, কেন এই সিদ্ধান্ত?‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here