দেশের সময় : ১৪ তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ও অভাগী’ ছবির জন্য চলতি বছর সেরা অভিনেত্রীর সন্মান পেলেন রাফিয়াত রশিদ মিথিলা। পরিচালক অনির্বাণ চক্রবর্তী কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘অভাগীর স্বর্গ ‘- কে ‘ও অভাগী’ নাম দিয়ে চলচ্চিত্রের রূপ দেন। ৩০ এপ্রিল দিল্লিতে এই ছবি বিশেষ সন্মানে ভূষিত হয়। ছবিটি এপ্রিল মাসেই মুক্তি পেয়েছিল। মিথিলা ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। মিথিলার অভিনয় দর্শকদের কাছ বেশ প্রশংসিত হয়। এবার এই শিরোপায় অভিনেত্রী দারুণ উচ্ছ্বসিত হয়ে পড়েন। দেখুন ভিডিও
ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘আমি খুবই খুশি এবং আপ্লুত। এজন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাই।
মিথিলা বাংলাদেশের প্রথম সারির অভিনেত্রী। আবার এদেশের সঙ্গেও তাঁর একটা আলাদা যোগ আছে। তিনি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী। পেশায় সমাজকর্মীও। এবার মিথিলার মুকুটে যুক্ত হল নয়া পালক। যদিও অভিনেত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার নিতে পারেন নি। কারণ তিনি বাংলাদেশে রয়েছেন। তবে পুরস্কার নিতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অনির্বাণ চক্রবর্তী এবং প্রযোজক ডঃ প্রবীর ভৌমিক। এধরনের একটি পুরস্কারে সন্মানিত হয়ে আপ্লুত অভিনেত্রী এক ভিডিও বার্তায় বলেন, ” দিল্লিতে আয়োজিত ১৪ তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪- এ আমি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি , এটা খুবই আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই। ‘ও অভাগী’ ছবিতে অভিনয়ের সুবাদে এই পুরস্কার। তাই আমি ছবির পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড: প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই। “