R G Kar Hospital Incident আজ আরজি কর মামলার শুনানিতে কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? কখন শুনানি? অপেক্ষায় দেশবাসী

0
138

দেশের সময় ওয়েবডেস্কঃ গত বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু প্রধান বিচারপতি অসুস্থ থাকায় সেই শুনানি হয়নি। বিষয়টি নিয়ে আশাহত হয়েছিলেন আন্দোলনকারীরা।

যদিও তাঁরা জানিয়েছিলেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। শীর্ষ আদালতের তরফে অবশ্য অল্প সময়ের মধ্যেই জানিয়ে দেওয়া হয়, সোমবার এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চেই। আজ সকাল থেকে তাই অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশ। সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় তা জানতে মরিয়া আন্দোলনকারীরা।

আর জি কর হাসপাতালের চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণের তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই কী জানাবে? সিবিআই-ও কি কলকাতা পুলিশের মতোই বলবে মাত্র এক জনই খুন-ধর্ষণে জড়িত? না কি আরও কিছু নাম উঠে আসবে? কলকাতা পুলিশের বিরুদ্ধে কি তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলবে সিবিআই? সিবিআইয়ের তদন্তের অগ্রগতির রিপোর্ট কি মুখবন্ধ খামেই বন্দি থাকবে? না কি তার কিছুটা প্রকাশ্যে আসবে?

সুপ্রিম কোর্টের এই শুনানির আগে রবিবার গোটা দেশের বিভিন্ন শহরের সঙ্গে বিশ্বের ১৩০টিরও বেশি শহরে বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছেন। চিকিৎসক সংগঠনগুলি দেখতে চাইছে, সুপ্রিম কোর্ট কি সোমবার আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি ও চিকিৎসক-তরুণীর মৃত্যুর যোগসূত্র নিয়ে সিবিআইয়ের সামনে প্রশ্ন তুলবে?

গত ১৩ অগস্ট আরজি কর মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারপর ২৬ দিন হয়ে গেছে। কিন্তু তাঁরা এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। সিবিআই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ রায় সহ ৪ জনকে গ্রেফতার করেছে বটে কিন্তু সেটা আর্থিক দুর্নীতি মামলায়।

কলকাতা পুলিশ এই ঘটনায় চার দিন তদন্ত করেছিল। তবে তদন্ত শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। ওই একজনই আপাতত আরজি করের মূল মামলায় ধৃত। এক্ষেত্রে সিবিআই-এর ওপর যে চাপ বাড়ছে তা আলাদা করে বলার দরকার নেই। 

অতীতে সিবিআইয়ের বেশ কিছু তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে বিভিন্ন মহল থেকে বহুবার সমালোচনা হয়েছে। তবে এবার আরজি করের নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে বাংলার মানুষের অসন্তোষ ও অসহিষ্ণুতা এতটাই যে কোনও দীর্ঘসূত্রিতাই বরদাস্ত করতে চাইছে না কেউ। ফলে সিবিআই সোমবার তাদের স্ট্যাটাস রিপোর্টে কী জানায় তার দিকে তাকিয়ে রয়েছে অনেকেই। এ ব্যাপারে সুপ্রিম কোর্টও কী অবস্থান নেয় তারও অপেক্ষা রয়েছে।

পর্যবেক্ষকদের মতে, পুলিশি তদন্তে নিয়ে যা সমালোচনা হওয়ার তা ইতিমধ্যে হয়েছে। কিন্তু সিবিআই-ও এতদিন তদন্ত করে বিশেষ কিছু অগ্রগতি করতে পারেনি। এটা নিয়েও সমালোচনা শুরু হলে অবাক হওয়ার থাকবে না। কেন্দ্রীয় সংস্থা যাতে দ্রুত তদন্ত শেষ করে সেই আশা করছেন আমজনতা। সোমবার সুপ্রিম কোর্টে এ ব্যাপারে সিবিআই ইতিবাচক কিছু জানাবে, এমন ধারণা করছেন অনেকেই।

গত ৯ অগস্টের ঘটনার পর রবিবার নিয়ে একাধিকবার ‘রাত দখল’ কর্মসূচি হয়েছে। আন্দোলনকারীদের সাফ কথা, যতদিন না বিচার পাচ্ছেন, ততদিন এই প্রতিবাদ চলবে। সোমবারের সুপ্রিম কোর্টের শুনানির আগে এই কর্মসূচি করে কড়া বার্তাই দিতে চেয়েছেন তাঁরা। এখন সকলে তাকিয়ে দেশের শীর্ষ আদালতের দিকে। 

Previous articleJustice for RG Karবিচারের দাবিতে সোদপুর থেকে শ্যামবাজার মিশল মানব বন্ধনে ,বিষাদসিন্ধু পার হওয়ার সঙ্কল্প জুড়ে দিল ১৫ কিলোমিটার পথ : দেখুন ভিডিও
Next articleDoctor newsগোপনাঙ্গ ছুঁয়ে প্রশ্ন ! ‘ডু ইউ লাইক দিস?’ ঘটনায় নাম জড়িয়ে যায় বাঙালি ডাক্তারের ! তারপর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here