Purple Flag to Protest: পঁচিশের রাতে বাড়ি, অফিস, ক্লাবের ছাদে বেগুনি পতাকা ওড়ানোর ডাক দিলেন রিমঝিমরা: দেখুন ভিডিও

0
301

 

অর্পিতা বনিক দেশের সময়

কলকাতা: এবার আরজি কর – এর ঘটনা নিয়ে নতুন আন্দোলনের ডাক দিলেন রিমঝিম সিনহা ও র্তাঁর সহযোগীরা। বৃহস্পতিবার তাঁরা বলেছেন, ১২ দিন কেটে গেল, আরজিকর নিয়ে বিচার অধরা। শিক্ষার্থী চিকিৎসককে ধর্ষণ-খুনে যুক্তরা কেউ ধরা পড়েনি। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তাঁরা বলেছেন, বৃহস্পতিবার, ২২  অগাস্ট, প্রায় ১২ দিন কেটে গেল, সুবিচার আসেনি।আরজিকরের ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করাও হয়নি। আগামী রবিবার, ২৫ তারিখ, আমরা সকলে বাড়ির ছাদে, পাড়ায়, ক্লাবে বেগুনি পতাকা, যা নারী আন্দোলনের পতাকা, তা উত্তলন করব। দেখিয়ে দেব, কত শত মানুষ এই আন্দোলনে আছেন, সমর্থন করছেন, নারী পুরুষ নির্বিশেষে। দেখুন রিমঝিমদের সেই বিবৃতি ।

Previous articleSandip Ghosh বনগাঁর ছেলে সন্দীপ আরজি কর -এর প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে রয়েছে আর্থিক তছরুপের অভিযোগও
Next articleBJP Swasthabhawan Abhijanশুভেন্দু অধিকারীকে আটক করল পুলিশ,বিজেপি সমর্থকরা পায়ে পা মিলিয়ে স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here