Punjab: ‌কথা রাখল আপ, জুলাই থেকেই পাঞ্জাববাসীর জন্য ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি

0
503

দেশের সময় ওয়েবডেস্কঃ ভোট জেতার জন্য নির্বাচনী প্রতিশ্রুতি দেয় সমস্ত রাজনৈতিক দলই, কিন্তু তা পূরণ করে ক’জন? তবে বাকিদের তুলনায় আম আদমি পার্টি যে আলাদা, তা প্রমাণ করতে মরিয়া দল। সেই কারণেই পঞ্জাবে গদি দখলের পরই নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে নয়া সরকার।

শনিবার আপের তরফে ঘোষণা করা হল, জুলাই থেকে পাঞ্জাববাসীকে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। পাঞ্জাব বিধানসভা ভোটের প্রচারে আপ প্রতিশ্রুতি দিয়েছিল, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার। আর ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি রাখল আপ।

মঙ্গলবারই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছিলেন, খুব শীঘ্রই রাজ্যবাসীকে সুখবর দেওয়া হবে। তিনি টুইট করেছিলেন, ‘‌আমাদের নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হল। শীঘ্রই পাঞ্জাববাসীকে সুখবর দেব।’‌ আর শনিবারই দেওয়া হল সুখবর। যদিও পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা আপের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন।

তবে এটা ঘটনা, পাঞ্জাবে কৃষিক্ষেত্রে ইতিমধ্যেই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তফসিলি জাতি, অনগ্রসর শ্রেণী ও দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলিকে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হয়। এবার আপ সমস্ত পাঞ্জাববাসীর জন্য ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি করল। 

গত মাসেই পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বাড়ির দরজায় রেশন পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। বিভিন্ন সরকারি দপ্তরে ২৫ হাজার কর্মী নিয়োগের কথাও ঘোষণা করা হয়েছে। যা দ্রুত বাস্তবায়িত করার কথা জানিয়েছেন ভগবন্ত মান। 

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসেই পঞ্জাব সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল। পঞ্জাবে নির্বাচনী প্রতিশ্রুতিতে আম আদমি পার্টির তরফে বলা হয়েছিল, নির্বাচনে জিতলে তারা দিল্লির মতোই পঞ্জাবেও বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করবে। সমস্ত রাজ্যবাসীকে ৩০০ ইউনিট অবধি বিদ্যুৎ নিখরচায় সরবরাহ করা হবে। বর্তমানে দিল্লিতে আপ সরকার ২০০ ইউনিট করে বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হয়।


প্রসঙ্গত, নির্বাচনের আগেই পঞ্জাবে চরম বিদ্যুৎ সঙ্কট দেখা দিয়েছিল। পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন না হওয়ায়, দীর্ঘক্ষণ ধরে লোডশেডিং ও অতিরিক্ত বিল আসার মতো সমস্যা দেখা দিয়েছিল।

গত মাসেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বাড়ির দরজায় রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করেছিলেন। এছাড়া রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকেও সরকারি বিভিন্ন দফতরে ২৫ হাজার পদে নিয়োগের ঘোষণাও করেছিলেন। এরমধ্যে পুলিশেই ১০ হাজার পদে নিয়োগ করা হবে।

Previous articleWeather Update: ‌দক্ষিণবঙ্গে আজ ঝড় – বৃষ্টি?‌ জেনে নিন আবহাওয়ার আপডেট
Next articleMamata Banerjee: আসানসোলে রেকর্ড ভোটে জয় শত্রুঘ্ন!‌ ‘নববর্ষের গিফট’, দুই কেন্দ্রে জয় নিয়ে টুইট মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here