দেশের সময়, নদিয়া: ২৫ ডিসেম্বর’দেশের মাটি কল্যাণ মন্দির’-এর পক্ষ থেকে নদিয়া জেলার বীরনগর-এর কাছাকাছি জয়পুর গ্রামে তুলসী পুজোর আয়োজন করা হয়।
এই তুলসী পুজোতে ‘দেশের মাটি’র জয়পুর গ্রামের সমস্ত গ্রামবাসীরা যুক্ত হন। এই উপলক্ষে গ্রামের গরীব মানুষদের মধ্যে ১০ টি কম্বল বিতরণ করা হয়।
এদিন তুলসী পুজো উপলক্ষে সকাল থেকেই গ্রামের মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা গ্রামের কালী মন্দিরে সমবেত হন। তারপর তুলসীগাছকে প্রদক্ষিণ করে তলসীর স্তবগান ও মন্ত্রোচ্চারণ করা হয়। তারপর তুলসী গাছে গঙ্গা জল দেওয়া হয়।
এই কাজে এগিয়ে এসেছেন গ্রামের সদস্য মোহন্ত শর্মা, পরিমল মোদক, রবীন বিশ্বাস, নিতাই মোদক, হারাণ খামারিয়া এবং নীলা মোদক ও ঊর্মিলা খামারিয়া। আর এই কাজের মূল উদ্যোক্তা হলেন মিলন খামারিয়া।
এই তুলসী পুজো ও কম্বল বিতরণ সম্পর্কে ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-সদস্য মিলন খামারিয়া বলেন,”আমাদের সংস্কৃতিতে হাজার হাজার বছর ধরে তুলসী পুজো করা হয়ে আসছে। তুলসীগাছ অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন। আমরা গাছ কেটে টুনি লাইট লাগিয়ে উৎসব করি না। ভারতীয় সংস্কৃতিতে গাছ বাঁচানোর কথায় বলা হয়েছে। পাশাপাশি গ্রামের মানুষরা এই শীতে প্রচন্ড কষ্টে আছেন। তাদের পাশে থাকার জন্য আমরা কিছু দরিদ্র মানুষকে কম্বল দান করেছি। মানুষ মানুষের জন্য -এই বার্তায় আমরা দেশের মাটির পক্ষ থেকে দিতে চাই।”
পুজো শেষে সবাইকে পায়েস ও ফল – প্রসাদ হিসেবে দেওয়া হয়। এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল গ্রামের ছেলে রাজেশ মোদক ও জিৎ মোদক।