দেশের সময়: গত ৫ মাস যাবত রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কোনো চেয়ারম্যান নেই। ফলে কমিশনের নিত্য দিনের প্রশাসনিক কাজকর্ম প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। ফলে এই মুহুর্তেই কমিশনে আই এ এস পদমর্যাদা সম্পন্ন চেয়ারম্যান নিয়োগে উদ্যোগী হোক রাজ্য সরকার। এই দাবি পি এস সি দূর্নীতি মঞ্চের। এই দাবিতেই অরাজনৈতিক সংগঠন মঞ্চের ডাকে সরকারি চাকরি প্রার্থীদের একাংশ এস পি মুখার্জী রোডে কমিশনের দপ্তরের সামনে গত বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ দেখান।
মঞ্চের তরফে ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ” পি এস সি’ র চেয়ারম্যান নিয়োগ করেন রাজ্য সরকারের সুপারিশে রাজ্যপাল। আমরা রাজ্যপালকে চিঠিও করেছিলাম। এর সাথে আমাদের দাবী, ২০১৭ এর ডব্লিউ বি সি এস পরীক্ষায় সাদা খাতা জমা দিয়ে, প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করেও বি ডি ও পদে নিয়োগের মত কেলেঙ্কারিতে যুক্ত প্রার্থী ও আধিকারিকদের শাস্তি দিতে হবে। এর সাথে ২০১৬ সালের বি সি এস পরীক্ষায় ও এম আর কেলেঙ্কারিতে জড়িত ” সফল” প্রার্থীদেরও বি ডি ও পদ থেকে অপসারণ করতে হবে।” তিনি জানান, এই দাবিগুলি নিয়ে একটি স্মারকলিপিও কমিশনের কর্তাদের কাছে পেশ করেছে মঞ্চ।