কলকাতা: রবিবার দুপুরে কলেজ স্কোয়ারে জমায়েত হতে দেখা গেল, অপর্ণা সেন,স্বস্তিকা মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী , উষসী চক্রবর্তীর মতো একঝাঁক সেলেব্রিটি-সহ একাধিক পরিচিত মুখকে। উদ্দেশ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মহামিছিল।
কোনও দলের বা পতাকার নয়, এ মিছিল নাগরিক সমাজের। তবে আয়োজনে রয়েছে একটি মঞ্চ, যার নাম ‘আমরা তিলোত্তমা’। এদিন মিছিলে অংশগ্রহণকারীদের কপালে বাঁধা বেগুনি ফেট্টিতে এ কথাই লেখাছিল।
উত্তর কলকাতার রাস্তায় আমজনতার সমাবেশ। কারও হাতে ব্যানার, কেউ আবার হাতে পতাকা নিয়ে নেমে পড়েছেন। চারদিকে স্লোগান ছড়িয়ে পড়ছে। দ্রুত বিচার পাওয়ার দাবিতে।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে ‘আমরা তিলোত্তমা’র ব্যানারে হওয়া প্রতিবাদ মিছিলে কার্যত থমকে গেল মধ্য কলকাতার একাংশ। রবিবার দুপুর ৩টে থেকে কলেজ স্কোয়্যার থেকে মিছিল শুরু হয়। মিছিল শেষ ধর্মতলায়। দেখুন ভিডিও
এদিন মিছিল থেকে অপর্ণা সেন বলেন, সুপ্রিম কোর্টের উপর ভরসা আছে ।
বিচারের দাবি থেকে টলানো যাবে না বলেন,স্বস্তিকা মুখোপাধ্যায় ।
আমাদের আন্দোলন চলবে বলেন, অপরাজিতা আঢ্য ।
“সেলেব্রিটি নয়, মিছিলে সাধারণ মানুষ হিসাবে যোগ দিয়েছি।” বললেন অভিনেত্রী চৈতি ঘোষাল।
‘আমরা তিলোত্তমা’র মিছিল থেকে স্লোগান উঠল, “দফা এক, দাবি এক, সব দোষী শাস্তি পাক।”
এদিন মিছিলে যোগ দিলেন চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।আরজি কর-কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ মিছিলে শামিল হতে দেখাযায় রূপান্তরকামীদেরও। মিছিলে দেখা মেলে রামধনু রঙের পতাকাও।
মিছিলে শামিল হল শিশুরাও। কলকাতার বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়ারা অভিভাবকদের সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন।
মিছিল থেকে উঠল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। তা ছাড়াও প্রতিবাদ মিছিল থেকে ‘প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই’-এর মতো স্লোগানও শোনা গেল।
কলেজ স্কোয়্যার থেকে ‘আমরা তিলোত্তমা’র মিছিল পৌঁছায় ধর্মতলায়।
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের পরে কেটে গেছে ২২ দিন। সিবিআই তদন্ত করছে সঞ্জয় রায়ের নামের এক সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারি ছাড়া তদন্তের কোনও অগ্রগতির খবর মেলেনি।
এই ঘটনার পরে উঠেছে একাধিক প্রশ্ন, মিলেছে একাধিক অসঙ্গতি। তারই প্রতিবাদে এবং নারী সুরক্ষার দাবিতে তারপর থেকে লাগাতার মিছিল ও আন্দোলন হচ্ছে শহর কলকাতায়। আজ, ১ সেপ্টেম্বর আরও একটি মহা মিছিলের সাক্ষী থাকল কলকাতা।
কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় এদিনের মিছিলে বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের পড়ুয়ারা পথে নামেন। তাদের সঙ্গে পথে নামেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। রয়েছেন একাধিক তারকাও।
অন্যদিকে অ্যাকাডেমি অব ফাইন আর্টসের রানু ছায়া মঞ্চের সামনে থেকেও এদিন মিছিল শুরু হয়। এদিন মিছিলও যাবে ধর্মতলা পর্যন্ত। মিছিল শুরু আগে পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। তাঁদের গলায় অমোঘ সেই মন্ত্র, ‘উই শ্যাল ওভার কাম’। চলছে স্ট্রিট পেন্টিংও।
কলেজ স্কোয়ারে মিছিলের ভাষা যেমন স্লোগানে স্লোগানে ধ্বনিত হচ্ছে, অ্যাকাডেমি অব ফাইন আর্টসে প্রতিবাদের ভাষা গান, ছবি। এক আন্দোলনকারী বলেন, “প্রতিদিন ধর্ষণ হচ্ছে। কোনওটা জানতে পারছি, কোনওটা জানতে পারছি না। কোনগুলো জানতে পারছি না সেগুলোও খতিয়ে দেখতে হবে।” অভিনেত্রী সোলাঙ্কি রায়ও প্রতিবাদে সামিল হয়েছেন। তিনি বলেন, “২২ দিন হয়ে গেল। আর কবে? বহু মানুষ যুক্ত এই ঘটনায়। অথচ কোনও সুরাহা নেই। দাবি একটাই, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত মানুষ রাস্তায় থাকবে।”
এদিন প্রতিবাদ মিছিল করেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও। মৌন মিছিল করেন তাঁরা। গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সামনে থেকে নন্দন অবধি এই মিছিল বের হয়। রাজ্যের যত রামকৃষ্ণ মিশন আছে, প্রত্যেক প্রতিষ্ঠানের প্রাক্তনীরা সমবেত হন এদিন।
‘তিলোত্তমা’র বিচারের দাবিতে আরও একটা রবিবার মুখরিত হল রাজপথ । পথে নামলেন কয়েকশো তিলোত্তমা। ‘আমরা তিলোত্তমা’র ব্যানার রাজপথে প্রতিবাদের গর্জন শোনা গেল বহু দূর থেকে।