Priyadarshini Mallick : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হলেন রাজ্যের বনমন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক

0
981

দেশের সময , কলকাতা: রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব পদে নিযুক্ত হলেন।

আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজির ডিপার্টমেন্টের অ্যাসিসট্যান্ট প্রফেসর ছিলেন প্রিয়দর্শিনী। তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিয়োগের ব্যাপারে গত ৩১ জুলাই বিজ্ঞপ্তি হয়েছে। তবে তা জানা গিয়েছে বুধবার।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে ছিলেন তাপস কুমার মুখোপাধ্যায়। তাঁর জায়গাতেই আনা হয়েছে প্রিয়দর্শিনী মল্লিক’কে। তবে রাজ্যের মন্ত্রীর মেয়েকে শিক্ষা প্রশাসনে তুলে নিয়ে আসায় অনেকেই ভ্রু কোঁচকাতে শুরু করেছেন।

শিক্ষা প্রশাসনে নতুন দায়িত্বে তাঁকে নিয়োগের ব্যাপারে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রিয়দর্শিনীকে ফোন করলে তিনি জানান, “নির্দেশের প্রতিলিপি এখনও হাতে পাওয়ার পরেই প্রতিক্রিয়া জানাব।”

উল্লেখ্য, প্রিয়দর্শিনীর আগে তাপস কুমার মুখ্যোপাধ্যায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদের দায়িত্বভার সামলাচ্ছিলেন। ২০১৭ সালে শিক্ষা দফতরের চাকরি থেকে অবসর গ্রহণের পর পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এক্সটেনশন দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অস্থায়ী সচিব হিসাবে কাজ সামলানোর দায়িত্ব দেয়। পরে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে পাকাপাকিভাবে নিয়োগ করা হয় তাঁকে।

২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে থাকার কথা ছিল তাঁর। তবে তিনি নিজেই সরকারকে চিঠি দিয়ে এই পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন, আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে। কিন্তু ৪ তারিখ তিনি দায়িত্ব ছাড়ার পর নতুন যিনি তাঁর জায়গায় আসবেন, তিনি সেই দায়িত্ব সামলাতে সমস্যায় পড়ে যাবেন। তাই আগেভাগেই পদ ছেড়ে দিতে চেয়েছিলেন তাপসবাবু।

তাঁর আবেদনকে মান্যতা দিয়েই সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। বুধবার তাঁর জায়গায় সেই পদে নিয়োগ করা হল প্রিয়দর্শিনীকে।

প্রিয়দর্শিনীর লিংকডইন প্রোফাইল থেকে জানা যাচ্ছে, এর আগে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের উচ্চ শিক্ষা সংসদের গভর্নিং বডির সদস্য হিসেবে ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়া মাইক্রোবায়োলজি নিয়ে একাধিক প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Previous articleHilsa Fish: এবারের বর্ষায় বাঙালির পাত ভরবে ইলিশের পদে, আশার বার্তা দিল দীঘা: দেখুন ভিডিও
Next articleNusrat Jahan on controversy: কীভাবে কিনেছিলেন কোটি টাকার ফ্ল্যাট? ব্যাখ্যা দিলেন নুসরত, প্রমাণের আগেই দোষী করা হচ্ছে নুসরতকে: মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here