প্রসেনজীৎ কে নিয়ে আশার আলো দেখছেন ছয়ঘরিয়াবাসী: পার্থ সারথি নন্দী/দেশের সময়ঃ পঞ্চায়েত পরিচালনায় দক্ষ ও সংগঠনকে মজবুত করতে পারে এরকম বেশ কিছু নতুন মুখকে এবার পঞ্চায়েত ভোটে প্রার্থী  করেছে রাজ্যের শাসক দল৷ সীমান্ত লাগোয়া এরকমই একটি গ্রাম পঞ্চায়েত ছয়ঘরিয়া৷ এই পঞ্চায়েতের মধ্য ছয়ঘরিয়ার ১০নং আসনে তৃণমূল এবার প্রার্থী করেছে দলের দক্ষ সংগঠক ও যুবনেতা প্রসেনজীৎ ঘোষকে ৷গত পঞ্চায়েত নির্বাচনে দলের পর্যবেক্ষক ছিলেন প্রসেনজীৎ ঘোষ ৷ ফলে গোটা এলাকা তাঁর হাতের তালুর মতো পরিচিত৷ এখানে সি পিএমের প্রার্থী২oo৮ সালের পঞ্চায়েত প্রধান ছিলেন পরিতোষ অধিকারী। ভোটার সংখ্যা প্রায় ৬৩২জন।তৃণমূল প্রার্থীর সুবিধা এই আসন গত বার জয়ী সুতপা ঘোষ ,যোগ্য প্রার্থী প্রসেনজীৎ এর সমর্থনে প্রচারে এলাকা চষে বেড়াচ্ছেন৷ বুধবার সন্ধ্যায় এই গ্রামে প্রথম বৈঠকী সভা এবং মিছিল করে প্রার্থী প্রসেনজীৎ তৃণমূলের উন্নয়নের ছবিকে তুলে ধরতে শুরু করেছেন। উল্লেখ যোগ্য বিষয় এদিন আট জন সি পি এমের সমর্থক তৃণমূলে যোগদান করে প্রসেনজীৎ বাবুকে আরও এক ধাপ এগিয়ে রাখলেন৷ নতুন ভোটার অনুপমা রায়,শিক্ষক বিশ্বজীৎ চক্রবর্তী, ব্যাবসায়ী গণেশ ঘোষের মন্তব্য, তরুণ প্রার্থী প্রসেনজীৎ ঘোষ৷ যাকে আমরা সব সময় পাব৷ আমরা উন্নয়নের পথে হাঁটতে চাই৷ স্থানীয় বাসিন্দাদের কথায় ছয়ঘরিয়ার আরেক নাম হোক উন্নয়নের পঞ্চায়েত’ ৷ প্রার্থী প্রসেনজীৎ ঘোষ বলেন,এখানকার মানুষ এত ভাল মনের, যে তাদের জন্য করে থাকা যায়না৷ স্থানীয় নাওভাঙ্গা/নদী পারের বাসিন্দা প্রবীণ বেক্তি গনেশ চন্দ্র দাসের কথায় প্রসেনজীৎ কে নিয়ে আশার আলো দেখছেন ছয় ঘরিয়াবাসী৷/দেশের সময়ঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here