Potato ভিনরাজ্যে আলু রফতানিতে রাশ! আসানসোলে ঝাড়়খণ্ড সীমান্তে আলু বোঝাই ট্রাক আটকাল পুলিশ: দেখুন ভিডিও

0
86

আসানসোল কুলটি , দেশের সময় : ভিন রাজ্যে আলু রফতানি তে রাশ টানল পুলিশ প্রশাসন।আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ।লরি গুলো কে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।বুধবার রাত থেকেই আলু রফতানির ক্ষেত্রে পুলিশের এই নজরদারি শুরু হয়েছে।কুলটি ট্রাফিকগার্ড পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতি তে চলছে নজর দারি!লরি থামিয়ে কাগজ পত্র ক্ষতিয়ে দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে!রাজের বাইরে যেনো আলু বোঝাই কোনো গাড়ি না যেতে পারে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন চলছে কড়া নজরদারি!

প্রসঙ্গত গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ভিনরাজ্যে আলু, পেঁয়াজ রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে সীমান্তগুলিতেও নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। যাতে অন্য পথে ভিন রাজ্যে আলু, পিঁয়াজ কেউ পাঠাতে না পারে।

গত শুক্রবার মুখ্যসচিবের নেতৃত্বে টাস্কফোর্সের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। নবান্নে টাস্কফোর্সের সেই বৈঠকে স্থির হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আপাতত ভিন রাজ্যে আলু ও পেঁয়াজের রফতানি বন্ধ রাখা হবে। পরে টাস্কফোর্সের  অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, মুখ্যমন্ত্রী যে পরামর্শগুলি দিয়েছেন সেগুলি কত দ্রুত কার্যকর করা যায় সে-বিষয়টি আমাদের আরও বেশি করে দেখতে বলা হয়েছে। দেখুন ভিডিও

আলু ব্যবসায়ীরা ২৬ টাকা প্রতি কেজি দরে আলু দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীকালে দাম বাড়িয়ে দেন তাঁরা। ভিন রাজ্যে রফতানির ক্ষেত্রেও প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। সেই কারণেই আলুর দাম এতটা বেড়ে গিয়েছে।

রাজ্যে শাকসবজি বিশেষ করে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্য সরকার গঠিত টাস্কফোর্সের সদস্যরা শুক্রবার সকালে বিভিন্ন বাজারে হানা দেন। কোথাও অতিরিক্ত দামে সবজি বিক্রি করা হচ্ছে কিনা তার খোঁজখবর করেন। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশি পদক্ষেপ করা হতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এবার দেখা যাচ্ছে ভিন রাজ্যে আলু রফতানি তে রাশ টানল পুলিশ প্রশাসন।আসানসোলের কুলটির বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোষ্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ। আলুর মূল্য বৃদ্ধি রুখতেই এই পদক্ষেপ বলে জানা গেছে পুলিশ প্রশাসন সূত্রে ।

Previous articleবাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা ও ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ১৩৫ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে ‘বঙ্গ ভাষার প্রতি’ সভা করল সংস্কার ভারতী ও সূত্রধর
Next articleMigratory birds শীত পড়তেই ঘাটালের খড়ার জলাশয়ে ‘পিকনিক’ পরিযায়ী পাখিদের, দেখতে ভিড় জমাচ্ছে পক্ষীপ্রেমীরা: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here