অর্পিতা বনিক, বনগাঁ: আজ পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস৷সকাল থেকেই পুলিশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে রাজ্যজুড়ে ৷


পুলিশের ভূমিকার কুর্নিশ বরাবরই করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই কোভিডকালে ২০২০ সালের সেপ্টেম্বরের প্রথম দিন পুলিশ দিবস হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। সেই উপলক্ষ্যে নিজের এক্স হ্যান্ডেলে সব পুলিশকর্মীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখুন ভিডিও

পুলিশ দিবসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

পুলিশের আত্মত্যাগ মনে রাখার মতো-আগেও বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি নিজেরএক্স হ্যান্ডেলে লেখেন, “পুলিশ দিবসে, প্রতিটি পুলিশকর্মীকে তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকর্মীদের প্রতিদিনের আত্মত্যাগের জন্য তাঁদের এবং তাঁদের পরিবারের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ।“

তৃতীয় পুলিশ দিবস হিসেবে আজ দিনটি সাড়ম্বরে পালিত হলো রাজ্যজুড়ে । কোথাও পুলিশ থানাকে সুসজ্জিত করা হলো নানান রং – বেরংয়ের আলোয় বা কোথাও পথসভার মাধ্যমে উদযাপিত হলো দিনটি । পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেও নানা জায়গায় পুলিশকর্মীদের সমাজ রক্ষায় তাঁদের অবদানের জন্য সম্মান জানানো হয় ।

তৃতীয় পুলিশ দিবস উপলক্ষ্যে শুক্রবার উত্তর ২৪পরগনার গোপাল নগর থানায় নতুন ব্যারাক ও সজল ধারা প্রকল্পের উদ্বোধন করলেন বনগাঁ জেলা পুলিশ সুপার জয়িতা বসু৷

এদিন গোপালনগর থানার পক্ষ থেকে চুরি ও হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন ও চুরি যাওয়া একটি মোটর সাইকেল সহ চুরি যাওয়া টাকা প্রাপকের হাতে তুলে দেওয়া হয় ।

পাশাপাশি এদিন গোপালনগর থানায় সজল ধারা প্রকল্প সহ একটি পুলিশ ব্যারাক উদ্বোধন করেন বনগাঁ জেলা পুলিশ সুপার জয়িতা বসু । উপস্থিত ছিলেন বনগাঁর অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । হারিয়ে যাওয়া জিনিস পত্র পেয়ে খুশি সমস্ত প্রাপকেরা।


