Poila Baishak: পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩১

0
180
সৃজিতা শীল কলকাতা

আজ পয়লা বৈশাখ । ১৪৩০-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩১।

নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। সঙ্গে শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা। প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া
নতুন বছরের আনন্দ। প্রথম দিন কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।

পয়লা বৈশাখে তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ছে সকাল থেকেই। মঙ্গলারতি দিয়ে তারা মায়ের পুজো শুরু হয়। বাংলা নতুন বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা হালখাতার পুজো দিচ্ছেন।

পাশাপাশি, দূর-দূরান্ত থেকে নতুন পোশাক পরে পুজো দিতে এসেছেন অনেকেই। নতুন বছরের জন্য শুভকামনা নিয়ে মায়ের কাছে পুজো দিচ্ছেন তাঁরা। ভিড় নিয়ন্ত্রণের জন্য বাড়তি নিরাপত্তা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তৈরি করা হয়েছে বাঁশের ব্যারিকেড। অন্যদিকে, তারকেশ্বর মন্দিরেও ভক্ত সমাগম হয়েছে। লক্ষ্মী, গণেশ-সহ হালকখাতার পুজো দিচ্ছেন ব্যবসায়ীরা। শিবের মাথায় জল ঢালতে অনেকেই এসেছেন দূর-দূরান্ত থেকে। 

নববর্ষের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর:
পয়লা বৈশাখে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে পোস্ট করে শান্তি, সম্প্রীতি, মৈত্রী, ভালবাসার বন্ধনে যুক্ত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর:
একইসঙ্গে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, “শুভ নববর্ষ প্রত্যেককে।”

ছবিগুলি তুলেছেন ধ্রুব হালদার I

মন্দিরে মন্দিরে পুজো:
এদিকে সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল নেমেছে কালীঘাটে। রাত থাকতেই পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন দর্শনার্থীরা। ভোর থেকে ভিড় উপচে পড়ছে দক্ষিণেশ্বর মন্দিরে। পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। ব্যবসায়ীরাও হাজির হালখাতা নিয়ে।   

Previous articleDesher Samay epaper দেশের সময় ই পেপার
Next articleMamata Banerjee in Cooch Behar’চপারে নাকি সোনা আর টাকা নিয়ে আসছে…’, আয়কর হানা নিয়ে মুখ খুললেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here