PM Modi: রাম নিত্যতা, রাম নিয়ন্ত্রক, রাম ব্যাপক, যা আমরা অনুভব করছি সেটাই ওঁর কৃপা, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0
147
  1. গর্ভগৃহে রামলালা বিরাজমানের পুজো সম্পন্ন করার পরে শুরু হয় নতুন মূর্তির ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান৷ চরণে অর্পণ করেন পদ্মফুল৷ ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত ৮৪ সেকেন্ড ছিল ‘প্রাণপ্রতিষ্ঠা’র মাহেন্দ্রক্ষণ৷ তারপরে রামলালার বিশেষ আরতি করেন মোদী৷ প্রাণ প্রতিষ্ঠার সময়ে আবেগঘন হয়ে পড়েন মোদি৷ চোখের কোণে দেখা যায় চিকচিকে আবেগাশ্রু

দেশের সময় : রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মন্দিরের বাইরে এসে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বললেন, ‘আমাদের প্রভু রাম এলেন৷’ এ দিন যোগী আদিত্যনাথ, মোহন ভাগবতদের পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী৷ তিনি অতীতের কথাও মনে করিয়ে দেন তিনি৷ দীর্ঘ বক্তব্য রাখেন তিনি৷

মোদী এদিন বলেন, ‘আমি গর্ভগৃহে ছিলাম৷ সেই ঐশ্বরিক মুহূর্ত দেখে আমার আবেগে গলা ধরে আসছিল৷ এত দিনের অপেক্ষার পর প্রভূ রাম আমাদের কাছে এলেন৷ মনে রাখবেন, আমাদের প্রভু রাম তাঁবুতে থাকবেন না৷ এতদিন সেই অপেক্ষার অবসান হল৷ শুধু এ দেশের মানুষরা নন, গোটা পৃথিবীর রামভক্তরা আজ সমস্ত বিষয়টা দেখছেন৷’

মোদী এদিন আফসোসের সুরে বলেন, ‘আমাদের নিশ্চিত কোনও একটা ত্রুটি ছিল৷ যাঁর জন্য প্রভূ শ্রীরামকে অপেক্ষা করতে হয়েছে৷ কিন্তু আমাদের সেই অপেক্ষার দিন শেষ হয়েছে৷ ২২ জানুয়ারি নতুন সূর্যের কিরণ এসেছে৷ হাজার হাজার বছর পরেও আজকের দিনের কথা আলোচিত হবে৷ পাশাপাশি, আমি বিচার ব্যবস্থার কাছেও কৃতজ্ঞ৷ তাঁরা আইনের লাজ রেখেছেন৷’

মোদী আরও বলেন, ‘আমাদের আজকের দিনে দেশের গ্রামে-গ্রামে উৎসব পালিত হচ্ছে৷ আজ গোটা দেশে সন্ধ্যার পর প্রদীপ জ্বালানো হবে৷ গোটা দেশে এই দিনটি পালিত হবে৷ আমাদের মন এখনও এতে আটকে আছে৷ অনেক কথাই বলার আছে, কিন্তু আমার গলা অবরুদ্ধ হয়ে আসছে৷’

গোটা দেশে আজ দীপাবলি ৷ বিধি মেনেই তৈরি হয়েছে রাম মন্দির ৷ ঘরে ঘরে জ্বলবে রাম জ্যোতি ৷ বিচার ব্যবস্থার কাছে বিচারের জন্য কৃতজ্ঞ ৷ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

কেউ বলেছিলেন রাম মন্দির তৈরি হলে আগুন লেগে যেত, তারা দেশের সামাজিক ভাবাবেগ চেনে না: মোদী
আজকের শুভ দিন দেখতে পেরেছি কর সেবকদের জন্য: মোদী

রাম মন্দির উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক: মোদী
রাম বর্তমান নয়, অনন্ত: মোদী

প্রভু রাম নিশ্চয় আমাদের ক্ষমা করবেন: মোদী
সাগর থেকে সরযূ পর্যন্ত শুধুই রাম নাম: মোদী

নতুন ইতিহাসের সূচনা করল দেশ: মোদী

বহু শতাব্দী পর এই কাজ সম্পূর্ণ করতে পারলাম: মোদী
ন্যায়বিচারের জন্য বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞ: মোদী
এই কয়দিন বিভিন্ন ভাষায় রামায়ণ শুনতে পেরেছি: মোদী
বহু শতাব্দীর অপেক্ষার পর আমাদের মাঝে এলেন রাম: মোদী

২২ জানুয়ারি শুধু তারিখ নয়, নতুন কালের শুরু: মোদী

আজ বিজয়ের নয়, বিনয়ের দিন: মোদী
বক্তব্য শেষ করে কুবের টিলার উদ্দেশে রওনা মোদীর।

Previous articleRam Mandir Inauguration : রামমন্দির মন্দির উদ্বোধনের পর ১১ দিনের উপবাস ভাঙলেন মোদী, মঞ্চে বললেন যোগী
Next articleTMC Sanghati Rally : সংহতি যাত্রা: মিছিলে মমতার পাশেই রয়েছেন অভিষেক , হাজরা থেকে নেত্রীর সঙ্গে হাঁটছেন দলের ‘সেনাপতি’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here