Photography exhibition: চার দিন ব্যাপী ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশন অব দমদম -এর প্রদর্শনী শুরু

0
699

পিয়ালী মুখার্জি, কলকাতা : দেশের মানুষ, প্রকৃতি ও প্রাণীর বর্ণময় ছবিতে নানা প্রান্তের মানুষ-প্রকৃতি যেন উপস্থিত হয়েছে ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশন অব দমদম (Photographic Association Of DumDum) – এর আয়োজনে কলকাতার গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালার গ্যালারিতে৷ বর্ণিল সেসব ছবির পাশাপাশি অ্যাসোসিয়েশন – এর সদস্যদের বিভিন্ন সৃজনশীল ছবি দিয়ে প্রদর্শনী শুরু হয়েছে সেখানে।

রবিবার ১৭ জুলাই) “ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশন অব দমদম – এর (Photographic Association Of DumDum) ” উদ্যোগে ৪৬ জন ছাএ ও সদস্যদের তোলা ছবি নিয়ে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় শুরু হয়েছে চার দিনের ‘ফোটোগ্রাফি প্রদর্শনী’।

উদ্বোধনী আয়োজনে অংশ নেন রঞ্জনা রায় (অধ্যাপিকা অবসরপ্রাপ্ত্ ) সহ অ্যাসোসিয়েশন -এর সদস্যরা৷

প্রদর্শনী ঘুরে দেখা যায়, গ্যালারি জুড়ে স্থান পেয়েছে বৈচিত্র্যময় সব আলোকচিত্র।প্রদর্শনীতে স্থান পেয়েছে “ফোটোগ্রাফি অ্যাসোসিয়েশন অব দমদম (Photographic Association Of DumDum) ” আলোকচিত্রীদের ছবি। নবীনদের নতুন কিছু করার চেষ্টাও ধরা পড়েছে তাঁদের বিভিন্ন সৃজনশীল ছবি মধ্যে। নানা পরীক্ষা-নিরীক্ষার ভেতর নিজেদের যোগ্যতার চিহ্ন স্বচ্ছ করার চেষ্টা দৃশ্যমান। ছবিগুলি দেখতে দেখতে কোনো কোনো ছবির সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়তে হয়। কারণ কোনো কোনো ছবি নজর কাড়ে। সব মিলিয়ে প্রদর্শনীটি অনেক দিক থেকে মাত্রা পেয়েছে।

চার দিনব্যাপী এ আয়োজন শেষ হবে ২০ জুলাই ৷ গগনেন্দ্র প্রদর্শনশালা এই ফোটোগ্রাফি প্রদর্শনীর জন্য খোলা থাকছে প্রতিদিন বিকাল ৩ টে থেকে রাত ৮টা পর্যন্ত ৷

Previous articleDurga Puja 2022: বাকি নেই ৭৫ দিনও, প্রস্তুতি শুরু বনগাঁর পটুয়া পাড়ায়! এবারের দুর্গাপুজোর নির্ঘন্ট জানুন! দেখুন ভিডিও
Next articleMonsoon:তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনকে সারথি করে প্রকৃতিতে শ্রাবণ এলো-দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here