Photo Exhibition ‘চিত্র যেথা ভয়শূন্য’, প্রতিটি ছবিই এখানে জীবন্ত, আছে নিজস্ব গল্প : মোহিনী বিশ্বাস

0
12
লিখছেন চিত্র শিল্পী -মোহিনী বিশ্বাস

সারা বছর তাঁরা ঘোরেন খবরের সন্ধানে। কাঁধে ক্যামেরার ব্যাগ নিয়ে ছুটে বেড়ান দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। সারা বছর তাঁদের চোখ থাকে ক্যামেরার ভিউ ফাইন্ডারে । সরস্বতী পুজো তাঁদের জন্য এখন একটা বিশেষ দিন।

ছবিগুলি তুলেছেন স্বপন কুমার পাল ।

কলকাতা শহরের চিত্র সাংবাদিকদের ফ্রেমবন্দি করা বিভিন্ন ছবির প্রদর্শনী শুরু হয়েছে সিধো কানহো ডাহার ৬ এস্প্লানেড ইস্টে কলকাতা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে।

এবারের সরস্বতী পুজোয় ধর্মতলা এলাকায় আয়োজিত চিত্র সাংবাদিকদের এই ছবির প্রদর্শনীর নাম ‘চিত্র যেথা ভয়শূন্য’। ভয়শূন্যই বটে। তাঁদের হাতে ফ্রেমবন্দি হওয়া এক একটা ছবি যেন ভীষণভাবে জীবন্ত। প্রতিটি ছবির নিজস্ব কথন রয়েছে। শুধু একটি ছবিই যেন, হাজার না-বলা কথা বলে দেয়।

শনিবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চার’দিন ধরে চলবে । প্রথম দিন থেকেই শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন আঙিনার মানুষ আসতে শুরু করেছেন প্রদর্শনীর টানে। যাঁরা সারা বছর ক্যামেরার পিছনে থাকেন, তাঁরা আজ প্রদর্শনীতে আসা দর্শকদের মুখোমুখি। এতদিন যাঁদের তোলা ছবি, পাঠকদের হৃদয় ছুঁয়ে গিয়েছে, আজ তাঁরা পাঠকদের সামনাসামনি পেলেন। প্রশংসা পেলেন।

মোট ২৪০টি ছবি রাখা হয়েছে এবারের প্রদর্শনীতে। নিউজ় ফটোগ্রাফি থেকে শুরু করে ফিচার ফটোগ্রাফি, খেলা-বিনোদন সব ধরনের ছবি তুলে ধরা হয় প্রদর্শনীতে। অংশগ্রহণকারী চিত্র সাংবাদিকদের থেকে দু’টি করে ছবি প্রদর্শনীর জন্য নেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় বছর স্বল্প পরিসরে এই আয়োজন করা হলেও, আগামী দিনে আরও ব্যাপক আকারে এই প্রদর্শনীর আয়োজন করতে ইচ্ছুক উদ্যোক্তারা।

শহর কলকাতার চিত্র সাংবাদিকদের ছবির টানে প্রদর্শনীতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে প্রতিদিন পত্রিকার সম্পাদক সৃঞ্জয় বসু সহ বিশিষ্টজনেরা।

চিত্র সাংবাদিকদের ছবির প্রদর্শনী ‘চিত্র যেথা ভয়শূন্য’-র উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই। সাধুবাদ জানিয়েছেন তাঁরা। উদ্যোক্তারাও আশাবাদী, আগামীতে আরও ব্যাপক পরিসরে এই প্রদর্শনীকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয়ে।

নিজে চিত্র শিল্পী হওয়ার সুবাদে বুঝতে পারি একটি ছবির পিছনে কতটা ভাবনা,সময় ও দক্ষতার প্রয়োজন । আর এখানে চিত্র সাংবাদিকদের ক্যামেরা বন্দি প্রতিটি ছবিতে রয়েছে সাহসের পরিচয় যা আমাদের শিরদাঁড়া সোজা রাখতে সাহায্য করে । প্রতিটি ছবির একটি নিজস্ব গল্প রয়েছে যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কোন না কোন ভাবে তার ছাপ রেখে গেছে ।

কলকাতাবাসীদের কাছে আমার অনুরোধ – এক বার অন্তত চিত্র যেথা ভয়শূন্য … আলোকচিত্র প্রদর্শনী টি দেখে আসুন । নিজেকে সমৃদ্ধ করার এটা একটা বড় সুযোগ করে দিয়েছেন কলকাতা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা ।

Previous articleSaraswati Puja: ওদের জীবনে হাতেখড়ি নেই, সরস্বতী পুজোর প্রসাদে মেটে পেটের খিদে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here