PETRAPOLE : বেনাপোলে ভারতীয় ট্রাক চালকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ পেট্রাপোলে

0
684

দেশের সময় ,পেট্রাপোল: ‌বাংলাদেশের বেনাপোলস্থল বন্দরে পন্য খালাস করতে গিয়ে সে দেশের দুষ্কৃতিদের হাতে এক ভারতীয় ট্রাক চালক গুরুতর জখম হবার ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালেন এপার বাংলার ট্রাক শ্রমিকেরা। শনিবার সকাল থেকে পেট্রাপোল বন্দরের ৩ নম্বর গেটের কাছে ভারতীয় ট্রাক চালক, খালাসিরা প্রতিবাদে সামিল হন। তাঁদের আন্দোলনকে সমর্থন জানায় পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ এ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘ওপার বাংলার বেনাপোল একটি সুসংহত পোর্ট। অথচ সেখানে কোন রকম নিরাপত্ত নেই বললেও কম বলা হবে’‌ ৷

চলতি ডিসেম্বর মাসের ৪ তারিখ কটন সামগ্রী বোঝাই একটি ট্রাক নিয়ে বাংলাদেশের বেনাপোলে যায় ভারতীয় ট্রাক। ৯ ডিসেম্বর রাতে সেই ট্রাকের পন্য ছিনতাই করার চেষ্টা করে বাংলাদেশের দুই দুষ্কৃতি। তাতে বাধা দিতে গেলে ওই ট্রাকের চালক উত্তরপ্রদেশের বাসিন্দা হৃষিকেশ যাদবের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সেই হামলায় পিঠে গুরুতর আঘাত পান ওই চালক। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। পরে তাঁকে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়। তাঁর পিঠে ১৯ টি সেলাই পরে।

এই ঘটনায় ট্রাক চালকদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ট্রাক চালকদের কথায়, এমন ঘটনা প্রথম নয়, এর আগেও কখনও স্প্রে করে অজ্ঞান করে, আবার কখনও সরাসরি হামলা চালিয়ে বেনাপোল বন্দর এলাকা থেকেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিরাপত্তায় ঘেরা সেদেশের বন্দর এলাকার মধ্যে বার বার এই ধরনের ঘটনা ঘটলেও সেদেশের বন্দর কর্তৃপক্ষ এব্যাপারে সম্পূর্ণ উদাসীন। এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে আর না ঘটে, তার দাবিতে শনিবার সকালে পেট্রাপোলে বিক্ষোভ দেখান ট্রাক কর্মীরা। 

এব্যাপারে জনপথ পরিবহন মজদুর ইউনিয়নের সম্পাদক আনন্দ বিশ্বাস বলেন, ‘এর আগে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। কিন্তু তারা এব্যাপারে কর্ণপাত করছে না। যার কারণে এদিন ফের হামলার ঘটনা ঘটলো।‌ ‌আধিকারিকদের গাফিলতি, অলসতার কারণেই এমন হামলার ঘটনা বার বার ঘটছে। আগামী দিনে এই ধরনের ঘটনা বন্ধ না হলেবৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে আমাদের শ্রমিকেরা।’ আগামী দিনে এমন ঘটনা বন্ধ না হলে ট্রাক চালকদের বৃহত্তর আন্দোলনকে ক্লিয়ারিং এজেন্টরাও সমর্থন জানাবেন বলেও মন্তব্য করেন তিনি। 

Previous article‘দশ দিগন্ত কলকাতা’ নাগরিক অ্যাপে ১৪ দিনে সমস্যা সমাধান, পুরভোটের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল
Next articleDesher Samay ePaper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here