Petrapole:পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের নতুন ভবন উদ্বোধন ও ইদের মিলন উৎসবে সম্প্রীতির ছবি :দেখুন ভিডিও

0
623

রিয়া দাস, বনগাঁ: “বিবিধের মাঝে দেখো মিলন মহান” রবিবার বিকালে সম্প্রতি ও সমন্বয়ের অনন্য নজির দেখা গেল উত্তর ২৪ পরগনার বনগাঁর মতিগঞ্জ এলাকায়৷
২০২৩-এর পবিএ ঈদের চাঁদ উঠেছিল করোনার মেঘমুক্ত আকাশে৷ মাত্র দু-সপ্তাহ আগে এবার দু’বাংলায় রোজা আর ঈদ উৎসব পালিত হয়েছে অনেকটাই বুকভরা শ্বাস নিয়ে। দেশজুড়ে এই উৎসব পালিত হয়েছে মহাসমারোহে।

এবারের কারোনামুক্ত ঈদ উৎসবের রেশ এখনও যে রয়ে গেছে তা ফের প্রমাণ করল ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তের আমদানি ও রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা৷

রবিবার বিকালে বনগাঁর মতিগঞ্জ এলাকায় পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের নতুন ভবন উদ্বোধন ও ইদের মিলন উৎসবের আয়োজনছিল চোখে পড়ার মতো ৷

দীর্ঘ দিন ধরে দুই বাংলার মধ্যে আমদানি ও রপ্তানি ব্যবসার কাজে যুক্ত শতাধিক ব্যবসায়ী সৌহার্দ্যের নজির গড়ে চলেছেন৷ দূর্গাপুজোর সময় যেমন বাঁশের খুঁটি পুজো করে শারদউৎসবে মিলিতহন এই মানুষগুলো ঠিক ঈদ উৎসবেও সামিলহন একই ভাবে৷

এখন প্রশ্ন হল, ঈদের এতদিন পর কেন এই মিলন উৎসব? দেখুন ভিডিও

হাসেম ট্রেডিং কর্পোরেশন এর কর্ণধার মীর আব্দুল হাসেম জানান, ঈদ নির্দিষ্ট দিনে হয়েছে,কিন্তু ওই যেযার বাড়িতে আত্মীয় পরিজনদেরকে নিয়ে আনন্দে মেতে থাকেন৷ তাই ওই দিন আমাদের ব্যবসায়ী বন্ধুরা একসঙ্গে উপস্থিত থাকতে পারিনি ৷ তাই সীমান্তবাণিজ্যের সঙ্গে যুক্ত শতাধিক ব্যবসায়ী বন্ধুদেরকে নিয়ে এদিন আমাদের পবিত্র ঈদ উৎসবের মিলন মেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করা হল৷ বিশেষ করে আমাদের হিন্দু ও খ্রীষ্টান বন্ধুদেরকে একত্রিত করতেই এদিনের আয়োজন৷ পাশাপাশি এ্যাসোসিয়েশনের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানছিল এদিন৷

ব্যাবসা বাণিজ্যের লাভ ক্ষতির হিসাব ভুলে সকলেই মেতেছিল এদিনের মিলন উৎসবে।

এদিন পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের নতুন ভবন উদ্বোধন ও ইদের মিলন উৎবে উপস্থিতছিলেন বনগাঁ মহকুমাশাসক প্রেমবিভাস কাঁসারী ,শুল্ক দপ্ততের আধিকারীক সহ বিভিন্ন আমদানি রফতানি বিভাগীয় সম্মানীয় বেক্তিগণ।

পেট্রাপোল ক্লিযারীং এজেন্ট এন্ড স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, এদিন তাঁরা একটি আনন্দ উৎসবের আয়োজন করেছিলেন। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য৷ এছাড়া পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইমপোর্টার ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যরা পাশা পাশি বসে মিষ্টি মুখ করে সীমান্তবাণিজ্যের বিষয়েও নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়ার সুযোগ ছিল৷ যা আগামী দিনে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা যায়৷

অর্থাৎ ‘ বলাই যায় পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের নতুন ভবন উদ্বোধন ও ইদের মিলন উৎসব এদিন সম্প্রীতির চিত্র হয়ে ধরাদিল সীমান্ত শহর বনগাঁর ক্যানভাসে ৷

Previous articleDesher Samay epaper দেশের সময় ই পেপার
Next articleAmit Shah: পেট্রাপোল বন্দরে আসছেন স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ, বন্ধ সীমান্ত বাণিজ্য: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here