![](https://deshersamay.com/wp-content/uploads/2023/05/0008-1.jpg)
রিয়া দাস, বনগাঁ: “বিবিধের মাঝে দেখো মিলন মহান” রবিবার বিকালে সম্প্রতি ও সমন্বয়ের অনন্য নজির দেখা গেল উত্তর ২৪ পরগনার বনগাঁর মতিগঞ্জ এলাকায়৷
২০২৩-এর পবিএ ঈদের চাঁদ উঠেছিল করোনার মেঘমুক্ত আকাশে৷ মাত্র দু-সপ্তাহ আগে এবার দু’বাংলায় রোজা আর ঈদ উৎসব পালিত হয়েছে অনেকটাই বুকভরা শ্বাস নিয়ে। দেশজুড়ে এই উৎসব পালিত হয়েছে মহাসমারোহে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/05/27042023.jpg)
এবারের কারোনামুক্ত ঈদ উৎসবের রেশ এখনও যে রয়ে গেছে তা ফের প্রমাণ করল ভারত-বাংলাদেশের পেট্রাপোল সীমান্তের আমদানি ও রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/05/IMG-20230415-WA0031.jpg)
রবিবার বিকালে বনগাঁর মতিগঞ্জ এলাকায় পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের নতুন ভবন উদ্বোধন ও ইদের মিলন উৎসবের আয়োজনছিল চোখে পড়ার মতো ৷
দীর্ঘ দিন ধরে দুই বাংলার মধ্যে আমদানি ও রপ্তানি ব্যবসার কাজে যুক্ত শতাধিক ব্যবসায়ী সৌহার্দ্যের নজির গড়ে চলেছেন৷ দূর্গাপুজোর সময় যেমন বাঁশের খুঁটি পুজো করে শারদউৎসবে মিলিতহন এই মানুষগুলো ঠিক ঈদ উৎসবেও সামিলহন একই ভাবে৷
এখন প্রশ্ন হল, ঈদের এতদিন পর কেন এই মিলন উৎসব? দেখুন ভিডিও
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/05/IMG-20220711-WA0032-896x1024-1.jpg)
হাসেম ট্রেডিং কর্পোরেশন এর কর্ণধার মীর আব্দুল হাসেম জানান, ঈদ নির্দিষ্ট দিনে হয়েছে,কিন্তু ওই যেযার বাড়িতে আত্মীয় পরিজনদেরকে নিয়ে আনন্দে মেতে থাকেন৷ তাই ওই দিন আমাদের ব্যবসায়ী বন্ধুরা একসঙ্গে উপস্থিত থাকতে পারিনি ৷ তাই সীমান্তবাণিজ্যের সঙ্গে যুক্ত শতাধিক ব্যবসায়ী বন্ধুদেরকে নিয়ে এদিন আমাদের পবিত্র ঈদ উৎসবের মিলন মেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করা হল৷ বিশেষ করে আমাদের হিন্দু ও খ্রীষ্টান বন্ধুদেরকে একত্রিত করতেই এদিনের আয়োজন৷ পাশাপাশি এ্যাসোসিয়েশনের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানছিল এদিন৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/05/10.jpg)
ব্যাবসা বাণিজ্যের লাভ ক্ষতির হিসাব ভুলে সকলেই মেতেছিল এদিনের মিলন উৎসবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/05/07-1.jpg)
এদিন পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের নতুন ভবন উদ্বোধন ও ইদের মিলন উৎবে উপস্থিতছিলেন বনগাঁ মহকুমাশাসক প্রেমবিভাস কাঁসারী ,শুল্ক দপ্ততের আধিকারীক সহ বিভিন্ন আমদানি রফতানি বিভাগীয় সম্মানীয় বেক্তিগণ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/05/page-01-copy.jpg)
পেট্রাপোল ক্লিযারীং এজেন্ট এন্ড স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, এদিন তাঁরা একটি আনন্দ উৎসবের আয়োজন করেছিলেন। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়াই ছিল মূল উদ্দেশ্য৷ এছাড়া পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইমপোর্টার ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যরা পাশা পাশি বসে মিষ্টি মুখ করে সীমান্তবাণিজ্যের বিষয়েও নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়ার সুযোগ ছিল৷ যা আগামী দিনে সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা যায়৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/05/0005-4-984x1536-1.jpg)
অর্থাৎ ‘ বলাই যায় পেট্রাপোল এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের নতুন ভবন উদ্বোধন ও ইদের মিলন উৎসব এদিন সম্প্রীতির চিত্র হয়ে ধরাদিল সীমান্ত শহর বনগাঁর ক্যানভাসে ৷
![](https://deshersamay.com/wp-content/uploads/2023/05/11.jpg)