Partha Chatterjee: ভুবনেশ্বর এইমস-এ পার্থ চট্টোপাধ্যায়, আদালতের নির্দেশে মন্ত্রীর শারীরিক পরীক্ষা,এইমসের গেটের বাইরে বাংলার মানুষের জটলা

0
768

দেশের সময় ওয়েবডেস্কঃ ভুবনেশ্বর এইমস-এ পৌঁছে গিয়েছেন বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ শুনানির পর, রবিবার রাতে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, ভুবনেশ্বরে গিয়ে শারীরিক পরীক্ষা করানো হবে তাঁর। আদালত জানিয়ে দিয়েছিল, পার্থর সঙ্গে কলাকাতা থেকে যাবেন একজন চিকিৎসক এবং তাঁর একজন আইনজীবী।

আজ সকালেই এসএসকেএম হাসপাতাল থেকে গ্রিণ করিডোরে করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে। গুয়াহাটি থেকে আনানো হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্স। তাতে করেই ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয় মন্ত্রীকে। তাঁর সঙ্গে আজ ভুবনেশ্বরে গিয়েছেন ৬ জন ইডি আধিকারিক, দু’জন চিকিৎসক এবং একজন আইনজীবী সহ মোট ৯ জন।

সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করবেন একদল চিকিৎসক। আজ দুপুরের মধ্যেই সেই রিপোর্ট তুলে দেওয়া হবে তদন্তকারী অফিসারদের হাতে। সেই রিপোর্ট পাঠানো হবে নিম্ন আদালতে। তারপর আজ অর্থাৎ সোমবার বিকেলে ফের শুনানি বসবে নিম্ন আদালতে। পার্থ চট্টোপাধ্যায়ের এসএসকেএম-এ ভর্তি নিয়ে প্রথম থেকেই আপত্তি তুলেছিল ইডি।

ইডির আইনজীবী কাল আদালতে জানান, এসএসকেএম পার্থর জন্য সেফ জোন। তাই অন্যত্র করানো হোক পরীক্ষা। দীর্ঘ শুনানির পর কলকাতা হাইকোর্ট রবিবার রাতে নির্দেশ দেয়, ভুবনেশ্বরে এইমস-এ শারীরিক পরীক্ষা করানো হবে বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 

পার্থবাবু সেখানে পৌঁছনোর আগেই বহু বাঙালির ভিড় এইমসের গেটের বাইরে। কৌতূহল একটাই, সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায় কি আসছেন? তাঁকে যদি একবার দেখা যায়!

পশ্চিমবঙ্গ থেকে চিকিৎসার জন্য যাঁরা গিয়েছেন তাঁদের আত্মীয়রা ভিড় জমিয়েছেন মূল গেটের বাইরে। উল্লেখ্য, ভুবনেশ্বর এইমসে বাংলার বহু মানুষ চিকিৎসা করান। তাঁরা মূলত পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের। এদিন তাঁদেরই জটলা এইমসের গেটের বাইরে।

বাংলার সাংবাদিকদের দেখলেই প্রশ্ন, অর্পিতা কি আসছেন? নাকি একা পার্থবাবু? এইমসের গেটের বাইরে দাঁড়িয়ে থাকা ভিড় থেকেই স্পষ্ট বাংলা ভাষায় অনেকে বলেন, টিভিতে,মোবাইলে খবরে দেখেছি পার্থবাবুকে আনা হবে এখানে। দেখার জন্য দাঁড়িয়ে আছি। তারপরেই সাংবাদিকের উদ্দেশে প্রশ্ন, শুধু পার্থবাবু? নাকি অর্পিতাও আসছেন সঙ্গে ?” তাঁদেরকে যখন জানানো হল, শুধু পার্থবাবুই কলকাতা থেকে ভুবনেশ্বরে আসছেন তখন কিছুটা যেন বিমর্ষ হলেন তাঁরা৷ কৌতূহলের টিআরপিতে পার্থবাবুর চেয়ে অর্পিতার রেখচিত্র যে অনেকগুণ এগিয়ে তা বুঝতে অসুবিধা হয়নি সাংবাদিক মহলের ৷

Previous articleDroupadi Murmu: ভারতের রাষ্ট্রপতি পদে শপথ নিয়েই প্রথম বক্তৃতায় যা বললেন দ্রৌপদী মুর্মু
Next articleMamata Banerjee: ‌‌রাজনীতি না করলে জিভ টেনে ছিঁড়ে দিতাম’!‘‌নাম জড়িয়ে’‌প্রচারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী !সিপিএম-বিজেপিকে আক্রমণ শানালেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here